শাবরীন শাকা মীম। মীম নামেই শোবিজ জগতে তিনি পরিচিত। তার শুরুটা বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি ‘র আলোচিত নতুন কুড়ি দিয়ে। তারপর তাক লাগিয়েছেন টিভি নাটকে অভিনয় জাদুতে।
একাধারে তিনি জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপিকা। তিনি নতুন কুঁড়ি প্রতিযোগিতায় ১৯৯৫ সালে একক অভিনয়ে চ্যাম্পিয়ন।
টিভি অভিনয় ও উপস্থাপনার মাধ্যমে নিজের আলাদা একটা জায়গা তৈরি করে নিয়েছিলেন মীম। কিন্তু ২০০৮ সালে হঠাৎ করেই নিজেকে গুটিয়ে নেন তিনি!
তবে মীম আবারও টিভি পর্দায় ব্যস্ত হচ্ছেন। আরটিভির নিয়মিতি অনুষ্ঠান ‘তারকালাপ’ ২৯ আগস্ট থেকে উপস্থাপন করবেন তিনি। এম সামসুদ্দিন মিঠুর প্রযোজনায় আরটিভি ‘তারকালাপ’ প্রচার হয় প্রতিদিন সকাল ১০টা ৪০ মিনিটে।
উল্লেখ্য, মীম ১৯৯৪ সালে মাহবুবুল আলমের প্রযোজনায় ‘আত্মজা’ নাটকে অভিনয় করে আলোচিত হন। ২০১২ সালের ডিসেম্বরে বিয়ে করেন মীম। পাত্র ব্রাহ্মণবাড়িয়ার ছেলে শাহরিয়ার আহমেদ।