হাওর বার্তা ডেস্কঃ বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার উপায় এবং আগের সিদ্ধান্ত বাস্তবায়নে আগামী ৬ নভেম্বর থেকে জার্মানিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-২৩। এই সম্মেলনে বিশ্বের ১৯৭টি দেশের প্রায় দশ হাজার প্রতিনিধি অংশ নেবেন। বাংলাদেশ থেকে বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর নেতত্বে ২৮ সদস্যের প্রতিনিধিদল এই সম্মেলনে অংশ নেবে। বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
গত জলবায়ু সম্মেলন হয়েছিল মরক্কোয়। ঐ সম্মেলনের সিদ্ধান্ত অনুসারে দ্বীপরাষ্ট্র ফিজির জলবায়ু সম্মেলনের আয়োজকের দায়িত্ব পালন করার কথা ছিল। তবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপ দেশটিতে এতো বড় সম্মেলন আয়োজনের অবকাঠামোগত সুবিধা না থাকায় জার্মানির সহায়তায় বন শহরে আগামী ৬ নভেম্বর এবারের জলবায়ু সম্মেলন হতে যাচ্ছে।
বন ও পরিবেশ মন্ত্রণালয় জানায়, এবার বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের উদ্বেগের কথা তুলে ধরা হবে।