হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসানকে তলব করেছে সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার বাংলাদেশের রাষ্ট্রদূতকে সমন পাঠানো হয়েছে বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের পাঠানো একটি নোট ভারবালে কূটনৈতিক ভাষা ব্যবহার না করার কারণে প্রতিবাদ জানাতে তারিক আহসানকে তলব করা হয়েছে।
বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানানো হয়, তৃতীয় পক্ষের একটি ভিডিওয়ের জন্য পাকিস্তান হাই কমিশনকে দায়ী করা যায় না।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৩১ অক্টোবর) বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। হাই কমিশনের ওয়েব পেজে বাংলাদেশের স্বাধীনতা বিষয়ক একটি বিতর্কিত ভিডিওয়ের লিংক থাকার জন্য তীব্র প্রতিবাদ করা হয়।