হাওর বার্তা ডেস্কঃ গণহত্যার মুখে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩০ হাজার ৩৩৯ এতিম রোহিঙ্গা শিশুকে শনাক্ত করা হয়েছে। শুক্রবার পর্যন্ত সমাজসেবা অধিদপ্তর তাদের শনাক্ত করেছে।
এদিকে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় সাতটি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ চলছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাসপোর্ট অধিদপ্তর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।
পুরো দিনে সাতটি কেন্দ্রে মোট ১০ হাজার ৭৬ জন রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে। শুক্রবার পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ৩ লাখ ৯৫ হাজার ৭৩৪ জন রোহিঙ্গার নিবন্ধন সম্পন্ন হয়েছে।
পাশাপাশি সমাজসেবা অধিদপ্তর কর্তৃক শুক্রবার পর্যন্ত ৩০ হাজার ৩৩৯ জন এতিম শিশু শনাক্ত করা হয়েছে। তাদের অধিংকাশই মিয়ানমার সেনাবাহিনী ও বৌদ্ধ মিলিশিয়াদের হাতে বাবা-মায়ের একজনকে আবার অনেকে বাবা-মা দুজনকেই হারিয়েছে।
কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট মোতাবেক গত ২৫ আগস্টের পর থেকে শুক্রবার পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিক সংখ্যা ৬ লাখ ২০ হাজার। অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে।