হাওর বার্তা ডেস্কঃ রাত পোহালেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। উদ্বোধনী ম্যাচে দুপুর ২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে সিলেট সিক্সার্স।
এই ম্যাচে মাঠে নামার আগে দারুণ এক রেকর্ডের সামনে রয়েছেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান আর সিলেট সিক্সার্সের অধিনায়ক সাব্বির রহমান।
২৯ রান করলেই তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টুর্নামেন্টে এক হাজার রান করবেন সাকিব। ৪৮ ম্যাচে ৪৭ ইনিংস খেলে সাকিবের রান ৯৭১। অপরদিকে ৫১ ম্যাচের ৪৪ ইনিংসে সাব্বিরের রান সংখ্যা ৯১০। হাজার রান পূর্ণ করতে আর ৯০ রান দরকার এই ড্যাশিং ব্যাটসম্যানের।
এখন পর্যন্ত বিপিএলে হাজার রানের কোটা পূর্ণ করেছেন তিন ব্যাটসম্যান। ৪৬ ম্যাচে ১১৭২ রান করেছেন মুশফিকুর রহিম। দ্বিতীয় স্থানে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৫১ ম্যাচে ১০৮৮ করেছেন এই ব্যাটসম্যান। তৃতীয় নামটি তামিম ইকবালের। মাত্র ৩৪ ম্যাচে ১০২৬ রান করেছেন টাইগার ওপেনার।