হাওর বার্তা ডেস্কঃ বুধবার টটেনহামের কাছে হারের পর ক্রিস্তিয়ানো রোনালদো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রিয়াল মাদ্রিদের সঙ্গে আর চুক্তি নবায়ন করবেন না। মানে ৪ বছর পরই রিয়াল ছেড়ে চলে যাবেন। কিংবা তারও আগেই। তা রোনালদো চলে গেলে রিয়ালে তার স্থলাভিষিক্ত হবেন কে ? ভবিষ্যতের উত্তরটা আগাম দিয়ে দিয়েছেন লিওনেল মেসি। বার্সেলোনার আর্জেন্টাইন খুদে জাদুকরের ভবিষ্যদ্বাণী, রিয়ালে রোনালদোর জায়গা নেবেন নেইমার !
মেসির এই ভবিষ্যদ্বানীর খবরটি বিশ্ববাসীকে দিয়েছে বার্সেলোনা ভিত্তিক পত্রিকা ডিয়ারি গোল। পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, নেইমারই রিয়ালে ক্রিস্তিয়ানো রোনালদোর জায়গা নিতে যাচ্চেন বলে মনে করেন মেসি।
এই মৌসুমেই বার্সেলোনা ছেড়ে রেকর্ড ২২২ মিলিয়ন ট্রান্সফার ফিতে পিএসজিতে যোগ দিয়েছেন নেইমার। ফরাসি ক্লাবটিতে ব্রাজিলিয়ান তারকা শুরুটা করেছেন দারুণ। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে করেছেন ১১ গোল। সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন ৯টি গোল। কিন্তু এরই মধ্যে গুঞ্জন পিএসজিতে মনটা বিষিয়ে উঠেছে নেইমারের! বার্সেলোনা ছেড়ে আসায় নেইমার নিজেই নাকি এখন অনুতপ্ত ! বুঝতে পারছেন, বড় ভুল হয়ে গেছে !
নেইমারকে জড়িয়ে এই গুঞ্জন। ওদিকে রিয়ালের সঙ্গে রোনালদোর চুক্তি নবায়ন না করার ঘোষণা। এই দুটো বিষয়ের সঙ্গে মিলিয়ে মেসির ভবিষ্যদ্বানী অন্য রকম একটা আলোড়নই তুলেছে স্পেনের ফূটবল অঙ্গনে ! মেসির বিশ্বাসটা অন্য একটা কারণেও বিশেষ গুরুত্ব পাচ্ছে। নেইমারকে রিয়ালের সাফল্য পিপাসু সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের খুবই পছন্দ !
সেই ছোট বেলা থেকেই নেইমারের পিছু নিয়েছে রিয়াল। ২০১৩ সালে নেইমারের চুক্তির দ্বারপ্রান্তেও পৌঁছে গিয়েছিল রিয়াল। স্বয়ং ফ্লোরেন্তিনো পেরেজের দাবি, রিয়ালে নেইমারের স্বাস্থ্য পরীক্ষা পর্যন্ত হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত রিয়ালকে টেক্কা দিয়ে নেইমারকে দলে ভেড়ায় তাদের চিরশত্রু বার্সেলোনা।
কিন্তু নেইমার সেই বার্সেলোনা থেকে বেরিয়ে যোগ দিয়েছেন পিএসজিতে। তবে ফ্রান্সে পাড়ি জমালেও ব্রাজিলিয়ান তারকার উপর রিয়াল ঠিকই নজর রেখেছে বলেই খবর। তাছাড়া পিএসজিতে যোগ দেওয়ার পর নেইমারও আকার-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, তার ভবিষ্যত লক্ষ্য রিয়াল কিংবা ম্যানচেস্টার ইউনাইটেড। এর মধ্যে মেসির এই ভবিষ্যদ্বানী। সব মিলিয়ে ফুটবলবোদ্ধারাও মনে করছেন, মেসির এই ভবিষ্যতদ্বানী ফলার সম্ভাবনাই বেশী !
তবে জ্যোতিষি হিসেবে মেসি সত্যিই পাশ করেন কিনা, সেটা দেখতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে ৪ বছর !