হাওর বার্তা ডেস্কঃ আর্ন্তজাতিক ক্রিকেটে বিদায়টা দারুণ হলো ভারতীয় পেসার আশিস নেহেরার। যদিও কোনো উইকেটের দেখা পাননি তিনি। তবে দল জয় পেয়েছে দুর্দান্তভাবে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৫৩ রানের বড় জয় পেয়েছে ভারত। কিউইদের বিপক্ষে ছয়টি টি-২০ ম্যাচে প্রথম জয়ও পেল ভারত।
দিল্লির ফিরোজ শাহ কোটলায় তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আগে ব্যাট করা ভারত নির্ধারিত ওভার শেষে তিন উইকেট হারিয়ে ২০২ রানের বড় স্কোর গড়ে। জবাবে আট উইকেট হারিয়ে ১৪৯ করতে পারে কিউইরা।
বড় টার্গেটে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় নিউজিল্যান্ড। দলের হয়ে কেউই হাফসেঞ্চুরির দেখা পাননি। সর্বোচ্চ ৩৯ রান করেন টম ল্যাথাম। ভারতীয় বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান যুযভেন্দ্র চাহাল ও অক্ষর প্যাটেল। নেহেরা চার ওভার বল করে ২৯ রান দেন।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতের হয়ে রেকর্ড পার্টনারশিপ গড়েন দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। ওপেনিং জুটিতে তারা ১৫৮ রান তোলেন। যে কোনো জুটিতে আগের রেকর্ডটি ছিলো রোহিত ও বিরাট কোহলির। তারা করেছিলেন ১৩৮।
রোহিত ও ধাওয়ান এদিন সমান ৮০ রান করে আউট হন। ৫৫ বলে ছয়টি চার ও চারটি ছক্কায় নিজের ইনিংস সাজান রোহিত। আর ৫২ বলে ১০টি চার ও দুটি ছক্কা হাঁকান ধাওয়ান। কিউই বোলারদের মধ্যে দুটি উইকেট নেন ইশ সোধি।
আগামী চার নভেম্বর রাজকোটে সিরিজের দ্বিতীয় টি-২০ অনুষ্ঠিত হবে।