হাওর বার্তা ডেস্কঃ দুঃস্বপ্নের দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিসিবির লজিস্টিকস বিভাগ থেকে জানা গেছে, আজ সকাল ৮টায় সাকিব-মুশফিকরা ঢাকায় ফিরেছেন।
প্রায় ৪৫ দিনের দক্ষিণ আফ্রিকা সফরে কঠিন সময় পার করেছে বাংলাদেশ দল। তিন ফরম্যাটে স্বাগতিকদের বিরুদ্ধে সাতটি ম্যাচ খেলে জয়শূন্য ছিল বাংলাদেশ। পুরো সফরে বিরুদ্ধ কন্ডিশন ও প্রতিপক্ষের দাপুটে ক্রিকেটের বিপরীতে থিতু হতে পারেননি বাংলাদেশের ক্রিকেটাররা। চিরাচরিত পেস-বাউন্সি উইকেট বাদ দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাটিংবান্ধব উইকেটেই খেলেছে দক্ষিণ আফ্রিকা। যেখানে প্রোটিয়াদের সামনে বলার মতো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি বাংলাদেশ।
টেস্টে বড় ব্যবধানে হারের সঙ্গে ছিল অপরিণত সিদ্ধান্তের মিছিল। ছিল মানসিকভাবে ইতিবাচক না হতে পারার দৈন্য। ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের চাপে চিড়ে-চ্যাপ্টা হয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। টানা সাত ম্যাচ হারের হতাশাই সঙ্গী হয়েছে সফরকারীদের।
ব্যর্থ মিশন শেষে আজ দেশে ফিরে কয়েকদিনের বিশ্রাম পাবেন ক্রিকেটাররা। তারপরই সবাই নেমে পড়বেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে।