হাওর বার্তা ডেস্কঃ দিনাজপুরের বীরগঞ্জের মরিচা ইউনিয়ন পরিষদের আয়োজনে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে ভিক্ষুকদের পুর্নবাসনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০ টায় ১১ নং মরিচা ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ মাঠে বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও সেন্টার ফর রাইটস্ এন্ড ডেভেলপমেন্টের সহযোগিতায় ভিক্ষুকদের পুর্নবাসনের লক্ষে বিকল্প কর্মসংস্থানের সহায়ক সামগ্রী বিতরন ও সামাজিক সমস্যা সমাধানে নাগরিক সমাজের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম বলেন, ভিক্ষাবৃত্তি মানুষের বেঁচে থাকার শেষ সম্বল নয়, একজন মানুষকে বেঁচে থাকতে হলে কর্মময় জীবনের মাধ্যমেই বেঁচে থাকতে হবে, কর্মময় জীবনেই বেঁচে থাকার আনন্দ খুজে পাওয়া যায়। ভিক্ষুক ও ছিন্নমুল মানুষদের রক্ষার জন্য সরকার বিকল্প কর্মসংস্থান করে যাচ্ছেন।
মতবিনিমায় সভায় উপজেলার বিভিন্ন কর্মকর্তা, সকল ইউনিয়ন চেয়ারম্যান, সাংবাদিক, রাজনৈতিক নেতা, ইমাম, পুরহিত, শিকক্ষ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মরিচা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রকুনুজ্জামান চৌধুরী মিঠু ও মরিচা ইউনিয়ন যুবলীগ সভাপতি শফিউল আজম।
সভা শেষে প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম জেলা প্রশাসকের অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্থ ঘর বাড়ী গুলি পরিদর্শন করেন।