শুরুতেই ধাক্কা খেলো নিউজিল্যান্ড

২৮৪ রানের টার্গেটে ব্যাট হাতে শুরুতেই ধাক্কা খেলো কিউইরা। দলীয় ১৮ রানে ইনফর্ম ওপেনার মার্টিন গাপটিলের উইকেট খোয়ায় নিউজিল্যান্ড। ব্যক্তিগত ১০ রানে প্রোটিয়া পেসার ডেল স্টেইনের পেসে উইকেটের পেছনে ক্যাচ দেন কিউইদের আগের ম্যাচের সেঞ্চুরিয়ান গাপটিল। ১১ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৪৮/১। সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ডারবানের কিংসমিড মাঠে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ থামে ২৮৩/৭-এ। উইকেটরক্ষক-ওপেনার মরনে ভ্যান ভিক করেন ৫৮ রান। অধিনায়ক ভিলিয়ার্স করেন ৬৪। সিরিজের প্রথম ম্যাচে জয় পায় স্বাগতিক প্রোটিয়ারা। তবে দ্বিতীয় ওয়ানডেতে জয় নিয়ে সমতায় ফেরে সফরকারী নিউজিল্যান্ড।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর