হাওর বার্তা ডেস্কঃ ঝিনাইদহের মহেশপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে পরিবার ও সরকারি হামিদুর রহমান ডিগ্রী কলেজের শিক্ষক-কর্মচারী ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি পাঠাগার। কিন্তু বিশেষ এই দিনটিতে রাষ্ট্রীয়ভাবে জেলা ও উপজেলা প্রশাসন বীরশ্রেষ্ঠের শাহাদৎ বার্ষিকী পালন করেনি।
শনিবার সকালে এ উপলক্ষে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান ডিগ্রী কলেজে হামিদুর রহমান জাদুঘরে তার আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান ডিগ্রী কলেজের আয়োজনে হামিদুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালন,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ।
১৯৪৫ সালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খদ্দখালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন জাতির এই শ্রেষ্ঠ সন্তান। কিন্তু রাষ্ট্রীয়ভাবে দিনটি পালন না করায় পরিবারের সদস্যরা হতাশা প্রকাশ করেন।
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ছোট ভাই বজলুর রহমান জানান, সরকারের পক্ষ থেকে জাতির এই শ্রেষ্ঠ সন্তানের মৃত্যুবার্ষিকী পালন করা উচিত ছিল। সরকারের পক্ষ থেকে দিনটি পালন না করায় আমরা হতাশ।
তিনি আরো বলেন, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের বাড়িটি প্রায় ধ্বংসের দিকে রয়েছে। বাড়িটি সংস্কার করা অতীব প্রয়োজন বলে জানান তিনি।
মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কোনো নির্দেশনা না পাওয়ায় দিবসটি পালন করা হয়নি।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৮ অক্টোবর মৌলভীবাজার জেলার সীমান্তে ধলাই পাকসেনা ঘাঁটি আক্রমণ করে মুক্তিবাহিনী। এ সময় পাক সেনাদের গুলিতে তিনি শহীদ হন।