হাওর বার্তা ডেস্কঃ পুলিশই জনতা জনতাই পুলিশ’ স্লোগানকে সামনে রেখে খুলনায় ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালিত হচ্ছে।
এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর শিববাড়ি মোড় থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ফেরিঘাট, ডাকবাংলা ও পিকচার প্যালেস হয়ে খুলনা সার্কিট হাউস চত্বরে গিয়ে শেষ হয়।
খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি মইনুর রহমান চৌধুরী, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার হুমায়ুন কবিরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে খুলনায় দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোল্ডকাপ কাবাডি প্রতিযোগিতা।