হাওর বার্তা ডেস্কঃ মতিঝিল কম্পিউটার সোসাইটির (এমসিএস) ২০১৭-১৯ মেয়াদে কার্যনির্বাহী কমিটি নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।
শনিবার মতিঝিলের গাউছেপাক কম্পিউটার মার্কেটের ৬ষ্ঠ তলায় সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন রহমান করপোরেশনের মালিক মো. হাবিবুর রহমান। বোর্ডের অন্য সদস্যরা হলেন- মো. নাদিম উদ্দিন ও এসএম জয়নাল আবেদীন (তারেক)।
এবারের নির্বাচনে সব প্রার্থীই ব্যক্তিগতভাবে অংশ নিচ্ছেন। তাই কোনো প্যানেলভিত্তিক নির্বাচন হচ্ছে না। নির্বাচনে ৭টি পদের বিপরীতে ১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পরবর্তীতে বিজয়ীদের মধ্যে থেকে সভাপতি, সহ-সভাপতি, মহাসচিব, যুগ্ম-মহাসচিব, কোষাধ্যক্ষ ও দুইজন পরিচালক নির্বাচিত হবেন।
মতিঝিল কম্পিউটার সোসাইটির (এমসিএস) ২০১৭-১৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ১৭ জন প্রার্থী হলেন- বাইনারি কম্পিউটারের খন্দকার আমিনুল হক (লোটন), এইচএম কম্পিউটারের আবুল হাসান, ড্রিমটেকের মো. আল মামুন, জেএম কম্পিউটারের মো. মিজানুর রহমান, মেসার্স আছিয়া এন্টারপ্রাইজের রুকন উদ্দিন (আশিক), এ হাই টেকনোলজির মো. মনির হোসেন, বিচিত্রা কম্পিউটারের মো. সুলতান মাহমুদ, মেসার্স নাবিল বিজনেস পয়েন্টের দেলোয়ার হোসেন, ইন্টিগ্রেট সিস্টেম অ্যান্ড সলিউশন্সের মশিউর রহমান খান (দিদার), থ্রি স্টার কম্পিউটারের মো. সাজ্জাদুল আলম, এসআই-টেক কম্পিউটারের সিরাজুল ইসলাম মিন্টু, মৃদুলা কম্পিউটারের শামসুল হক (আলম), এশিয়াকমের মো. আবদুল জলিল, মাল্টিটেক প্রিন্টার্সের আবুল কাসেম, রেজা কম্পিউটারের মো. সহিদ রেজা, রাজিয়া কম্পিউটারের কাজল এবং এসএইচ কম্পিউটারের মো. সোহেল হাসান ভুইঁয়া।