জয় দিয়ে টি-টুয়েন্টি সিরিজ শুরু পাকিস্তানের

হাওর বার্তা ডেস্কঃ পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার পর টি-টোয়েন্টি সিরিজেও জয়ের ধারা অব্যাহত রেখেছে পাকিস্তান। বৃহস্পতিবার রাতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারিয়েছে তারা। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ শুক্রবার।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারে ১০২ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। দলের পক্ষে সাদিরা সামারাবিকরামা ২৩ ও সেকুগে প্রসন্ন ২৩ রান করেন। পাকিস্তানের পক্ষে হাসান আলী সর্বোচ্চ ৩টি উইকেট নেন।

পরে পাকিস্তান ব্যাট করতে নেমে ১৭.২ ওভারে তিন উইকেট হারিয়ে জয় পায়। দলের পক্ষে শোয়েব মালিক ৩১ বল খেলে ৪২ রান করে অপরাজিত থাকেন। ২৫ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ হাফিজ। শ্রীলঙ্কার পক্ষে ভিকুম সঞ্জয়া ২টি ও সাচিথ পাথিরানা ১টি করে উইকেট নেন। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন উসমান খান। তিনি চার ওভার বল করে ২০ রান দিয়ে দুটি উইকেট লাভ করেছিলেন।

ফল : সাত উইকেটে জয়ী পাকিস্তান।

শ্রীলঙ্কা ইনিংস : ১০২ (১৮.৩ ওভার) দানুশকা গুনাথিলাকা ১৮, দিলশান মুনাবিরা ০, সাদিরা সামারাবিকরামা ২৩, আশান প্রিয়ঞ্জন ১২, মাহেলা উদাওয়াত্তে ৮, সাচিথ পাথিরানা ৪, দাসুন শানাকা ০, সেকুগে প্রসন্ন ২৩*, থিসারা পেরেরা ৬, ইসুরু উদানা ০, ভিকুম সঞ্জয়া ৪; ইমাদ ওয়াসিম ১/২৬, উসমান খান ২/২০, হাসান আলী ৩/২৩, ফাহিম আশরাফ ১/৬, শাদব খান ১/১৪, মোহাম্মদ হাফিজ ২/১০)।

পাকিস্তান ইনিংস : ১০৩/৩ (১৭.২ ওভার) (ফখর জামান ৬, আহমেদ শেহজাদ ২২, বাবর আজম ১, শোয়েব মালিক ৪২*, মোহাম্মদ হাফিজ ২৫*; ভিকুম সঞ্জয়া ২/২০, দিলশান মুনাবিরা ০/৫, সাচিথ পাথিরানা ১/২৫, ইসুরু উদানা ০/১৮, সেকুগে প্রসন্ন ০/১৭, থিসারা পেরেরা ০/১৪, দাসুন শানাকা ০/৩)।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর