চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও গায়েবি জানাজা কর্মসূচি পালন করা হয়েছে।গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কয়েকশত শিক্ষার্থী এ কর্মসূচি পালন করে ।
এর আগে বিক্ষোভ মিছিলটি সোয়া ৯টায় শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে এক দুই তিন চার ইসকন তুই দেশ ছাড়, অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, তুমি কে আমি কে সাইফুল সাইফুল, ইসকনের দুই গালে জুতা মারো তালে তালে, বাংলার মাটিতে ইসকনের ঠাই নাই, বিচার চাই বিচার চাই ইসকনের বিচার চাই, বাংলার মাঠিতে ইসকনের ঠাই নাই, জঙ্গি জঙ্গি ইসকন জঙ্গি, ইসকনের চামড়া তুলে নিবো আমরা, ফাঁসি চাই ফাঁসি চাই চিন্ময়ের ফাঁসি চাই, প্রভৃতি স্লোগান দেওয়া হয়।
সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ‘স্বৈরাচার বিরোধী আন্দোলনে হিন্দু ও মুসলিম, বৌদ্ধসহ সবার সমান অংশগ্রহণ ছিল। হিন্দুরা আমাদের কাছে নিরাপদ। জুলাই বিপ্লব পরবর্তী মুসলিমরা হিন্দুর মন্দির পাহারায় ছিল। আজকের এই কর্মসূচি উগ্রবাদী ইসকন সম্প্রদায়ের বিরুদ্ধে, অন্য কোনো হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। হিন্দু ও ইসকন সম্প্রদায়কে আমরা আলাদা চোখে দেখি। আমরা ভাই হত্যার বিচার চাই। দেশকে স্থিতিশীল রাখার স্বার্থে এই ইসকনের বিরুদ্ধে আবার সংগ্রামের হুশিয়ারিও দেন তিনি।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার চট্টগ্রামে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘের (ইসকন) নেতা ও সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ প্রভু ব্রহ্মচারীকে গ্রেপ্তার ও তার জামিন নামঞ্জুরের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সনাতনী সম্প্রদায়ের লোকজনের ব্যাপক সংঘর্ষ হয় এবং এক পর্যায়ে সাইফুল ইসলাম নামের এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করে চিন্ময়ের অনুসারীরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।