হাওর বার্তা ডেস্কঃ পিএসজিতে দুজন প্রায় একই সময় যোগ দিয়েছেন। খেলেন ফরোয়ার্ড হিসেবেই। মাঠে একে অন্যের সহযোগী। মাঠের মতো মাঠের বাইরেও নেইমারের সঙ্গে সম্পর্কের রসায়নটা ভালো জমেছে কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকা কথাতেই সেটি স্পষ্ট। এমবাপ্পে জানিয়েছেন, নেইমার তার প্রতি বড় ভাইয়ের মতো আচরণ করছেন।
বার্সেলোনা থেকে বিশ্বরেকর্ড ট্রান্সফার ফি ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দিয়েছেন নেইমার। অন্যদিকে লোনে মোনাকো থেকে পিএসজিতে যোগ দেন এমবাপ্পে। লোনের মেয়াদ শেষে তাকে কিনতে সবমিলিয়ে ১৮০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে পিএসজিকে।
পিএসজির হয়ে চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে চার গোল করেছেন এমবাপ্পে। নেইমার ১১ ম্যাচে করেছেন ১০ গোল।
বুধবার এক সাক্ষাৎকারে কিলিয়ান বলেছেন, ‘সে সত্যিকারার্থেই আমার প্রতি বড় ভাইয়ের মতো আচরণ করছে। আমার মতে, প্রতিদিন তা মতো একজন খেলোয়াড়কে পাশে দুর্দান্ত কিছু।’
নেইমারের হাত ধরেই পিএসজি আগামীতে নতুন উচ্চতায় উঠবে বলে বিশ্বাস এমবাপ্পের, ‘সে সত্যিই একজন দুর্দান্ত খেলোয়াড় যে পিএসজিকে অন্য পর্যায়ে পৌঁছতে সাহায্য করছে। তাকে পেয়ে আমরা রোমাঞ্চিত। আমরা আশা করি সেও এখানে ভালো বোধ করছে। কেননা, পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারলে তবেই তো সে দুর্দান্ত কিছু করতে পারবে।