ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মাছ ধরা নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩০ জন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭
  • ২৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাছ ধরা নিয়ে বিরোধে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৫৩ রাউন্ড রাবার বুলেট ও শর্টগানের গুলি ছুঁড়ে। এতে সাতজন গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় উপজেলার বান্ধের বাজারে সুনামগঞ্জ-ছাতক সড়কের ওপর দুই পক্ষের মাঝে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে।

আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে উপজেলার বাজিতপুর জামে মসজিদের মালিকানাধীন একটি ডোবায় মাছ ধরা নিয়ে গ্রামের মালদার ও আরাফাতের লোকজনের মাঝে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যায় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে গ্রামের পাশে বান্ধের বাজারে ঘণ্টাব্যাপী সংঘর্ষে জড়ায়। এতে উভয়পক্ষে অন্তত ৩০ জন আহত হন।

পুলিশ ৫৩ রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সাতজন গুলিবিদ্ধ হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।

সুনামগঞ্জের ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার দোলন মিয়া জানান, দুই পক্ষের সংঘর্ষ থামাতে পুলিশ রাবার বুলেট ও শর্ট গানের গুলি ছুড়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মাছ ধরা নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩০ জন

আপডেট টাইম : ১১:৩৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাছ ধরা নিয়ে বিরোধে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৫৩ রাউন্ড রাবার বুলেট ও শর্টগানের গুলি ছুঁড়ে। এতে সাতজন গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় উপজেলার বান্ধের বাজারে সুনামগঞ্জ-ছাতক সড়কের ওপর দুই পক্ষের মাঝে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে।

আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে উপজেলার বাজিতপুর জামে মসজিদের মালিকানাধীন একটি ডোবায় মাছ ধরা নিয়ে গ্রামের মালদার ও আরাফাতের লোকজনের মাঝে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যায় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে গ্রামের পাশে বান্ধের বাজারে ঘণ্টাব্যাপী সংঘর্ষে জড়ায়। এতে উভয়পক্ষে অন্তত ৩০ জন আহত হন।

পুলিশ ৫৩ রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সাতজন গুলিবিদ্ধ হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।

সুনামগঞ্জের ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার দোলন মিয়া জানান, দুই পক্ষের সংঘর্ষ থামাতে পুলিশ রাবার বুলেট ও শর্ট গানের গুলি ছুড়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।