হাওর বার্তা ডেস্কঃ বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন চেয়ারপারসন খালেদা জিয়া।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রবিবার সাংবাদিকদের জানান, সোমবার রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হবে।
চিকিৎসার জন্য ৩ মাস লন্ডনে কাটিয়ে গত ১৮ অক্টোবর দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর এই প্রথম তিনি স্থায়ী কমিটির সঙ্গে বসতে যাচ্ছেন।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে রিজভী বলেন, ‘ম্যাডাম দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন। সোমবারই তিনি নিজের কার্যালয়ে প্রথম অফিস করবেন।