ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বাস-ট্রাক মির্জাপুরে সংঘর্ষে নিহত ২

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭
  • ২৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ জেলার মির্জাপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত ও  কমপক্ষে  ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে উপজেলার ধল্যা এলাকার সাদিয়া টেক্সটাইল মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার জগরনগর গ্রামের নুরুজ্জামানের ছেলে পলাশ (১৭) ও জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের অমলের ছেলে গোপাল (২১)। আহতদের উদ্ধার করে জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা জয়পুরহাটগামী এসআই ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস সাদিয়া টেক্সটাইল মিলের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত ও কমপক্ষে ১০জন আহত হয়। দুর্ঘটনার পর মির্জাপুর থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের হাসপাতালে নিয়ে যায়।

এই ব্যাপারে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, নিহতদের লাশ হাইওয়ে থানায় রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

বাস-ট্রাক মির্জাপুরে সংঘর্ষে নিহত ২

আপডেট টাইম : ০৩:৪৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ জেলার মির্জাপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত ও  কমপক্ষে  ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে উপজেলার ধল্যা এলাকার সাদিয়া টেক্সটাইল মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার জগরনগর গ্রামের নুরুজ্জামানের ছেলে পলাশ (১৭) ও জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের অমলের ছেলে গোপাল (২১)। আহতদের উদ্ধার করে জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা জয়পুরহাটগামী এসআই ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস সাদিয়া টেক্সটাইল মিলের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত ও কমপক্ষে ১০জন আহত হয়। দুর্ঘটনার পর মির্জাপুর থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের হাসপাতালে নিয়ে যায়।

এই ব্যাপারে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, নিহতদের লাশ হাইওয়ে থানায় রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।