হাওর বার্তা ডেস্কঃ সিলেটের ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে বুধবার সকালে উপজেলার পিটাইটিকর গ্রামের সুজন মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। বংশ বৃদ্ধির জন্য বছরের এ মৌসুমে ইলিশ মাছ ধরা বিক্রয় বিনিময় নিষিদ্ধ।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, ইলিশ মাছ ধরার নিষিদ্ধকাল অর্থাৎ আগামী ২২ অক্টোবর পর্যন্ত এরকম ভ্রাম্যমাণ আদালত চলবে। সেই সাথে বাজারে ইলিশ, জাটকা উঠছে কি না বিক্রয় বা বিনিময় হচ্ছে কি না তা নিয়মিত মনিটরিং করা হবে।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে এ সময় উপস্থিত ছিলেন- জেলা মৎস্য কর্মকর্তা সুলতান আহমেদ ও উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মূল ফারাহ বেগম তাজকিরা।