হাওর বার্তা ডেস্কঃ মানবিক অবক্ষয়ের কারণে শিশুরা নির্যাতিত হচ্ছে বলে জানিয়েছেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালন উপলক্ষে শিশু সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বুধবার সকাল ১১টায় অশ্বিনী কুমার টাউন হলে বরিশাল শিল্পকলা একাডেমি ও জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত হয়।
শিশু সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ বলেন, আমাদের সমাজে মানবিক অবক্ষয়ের কারণে দিন দিন ঘরে বাহিরে শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে।
তিনি আরো বলেন, আজকের শিশুরা মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেকে বিশ্বের প্রথম সারির দেশগুলোর সামনে বড় করে তুলে ধরবে। তারা বলবে আমরাই বাঙ্গালী জাতী নিজস্ব ভাষার জন্য সংগ্রাম করেছি।
একই সময় তিনি শিশুদের প্রতি সহনশীল হওয়ার জন্যও সকলের প্রতি আহ্বান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা শিল্পকলা একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা পংকজ রায় চৌধুরী, শিশু সংঘঠক জীবন কৃষ্ণ দে, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন প্রমুখ।
শেষে শিশুদের জন্য আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।