লন্ডনের ব্যস্ত রাস্তায় একটা একটা করে নিজের জামাকাপড় খুলে ফেলছেন এক যুবতী। এই দৃশ্য তাজ্জব করেছিল পথচলতি মানুষকে। ব্যাপারটা পরিষ্কার হল কিছুক্ষণ পর। জনতার কাছে একটা আবেদন নিয়ে হাজির ওই যুবতী। তাঁর শরীরে ভালোবাসার প্রতীক এঁকে দিতে বলছেন। এই আবেদন তাঁদের প্রতিই, যাঁরা তাঁরই মতো।
গোলমেলে ঠেকছে? একটু খোলসা করে বলা যাক। অনিয়মিত খাদ্যাভ্যাস জে ওয়েস্ট নামে এই যুবতীর। শারীরের ওজনও খানিক কম। কিন্তু, তাই বলে কোনও স্বপ্নের নায়িকার মত হওয়ার কোনও মোহ কাজ করে না জে-র মধ্যে। তিনি খুশি নিজেতেই।
যেমনই হোক, নিজের শরীরটাই তাঁর কাছে সবচেয়ে সুন্দর। তাঁর এই মতাদর্শে যাঁদের সমর্থন রয়েছে, তাঁদের প্রতি একটা আবেদন প্ল্যাকার্ডে লিখে বিবস্ত্র হয়ে রাস্তায় দাঁড়িয়েছিলেন জে।
‘যাঁরা আমায় সমর্থন করেন, তাঁরা আমার শরীরে ভালোবাসার প্রতীক এঁকে দিন’, প্ল্যাকার্ডে লেখা ছিল এরকমটাই। জে-র এই সাহসী পদক্ষেপের ভিডিয়ো ইতোমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।