হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, সাংবাদিক সাগর সরোয়ার ও তার সহধর্মিণী রুনিসহ দেশের অনেক সাংবাদিক হত্যার বিচার রাষ্ট্র করতে পারেনি। এতে সাংবাদিক সমাজে অনেক ক্ষোভ রয়েছে।
অবিলম্বে এসব হত্যাকাণ্ডের বিচার করা হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
সোমবার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়াতনে স্থানীয় পাঠকনন্দিত পত্রিকা দৈনিক গ্রামের কাগজের ৪ পৃষ্ঠা থেকে ৮ পৃষ্ঠায় উন্নীতকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান ও পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু।