রথম ছবি আকরাম খানের ‘ঘাসফুল’-এ ততটা জ্বলে উঠতে পারেননি চ্যানেল আই ভিট টপ মডেল তানিয়া বৃষ্টি। অনেকে হতাশও হয়েছিলেন। কিন্তু এবার পুরোপুরি বাণিজ্যিক ছবিতে একেবারে নতুনরূপে সিনেমাপ্রেমী দর্শকরা তাকে দেখতে পাবেন। তানিয়া বৃষ্টি সম্পূর্ণ উদার মনেই দর্শকদের সামনে আসছেন ‘লাভার নাম্বার ওয়ান’ ছবিতে। ছবির দুই নায়িকার একজন তিনি। আরেক নায়িকা পরীমনি। মাঝে নায়ক বাপ্পি চৌধুরী। ফারুক ওমর পরিচালিত ‘লাভার নাম্বার ওয়ান’ ছবিতে পরীমনির সঙ্গে রীতিমতো পাল্লা দিয়ে পর্দায় হাজির হয়েছেন তানিয়া বৃষ্টি। মেকআপ গেটআপ থেকে শুরু করে যেখানে যেটা প্রয়োজন সেটাই করেছেন তিনি। ‘ঘাসফুল’-এর তানিয়াকে দেখে যেসব দর্শক হতাশ হয়েছিলেন তাদের হতাশা দূর করে দেবে ‘লাভার নাম্বার ওয়ান’-এমন আত্মবিশ্বাস পরিচালক ফারুক ওমরের। আশাবাদী তানিয়া বৃষ্টিও। তার বিশ্বাস চলচ্চিত্রের নায়িকা হিসেবে তিনি এবার সফল হবেনই।
সংবাদ শিরোনাম
নতুনরূপে তানিয়া বৃষ্টি
- Reporter Name
- আপডেট টাইম : ১২:৩৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০১৫
- ৯১২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ