মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির দাবি এডাবের

হাওর বার্তা ডেস্কঃ মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্মম ও বর্বরোচিত আক্রমণ বন্ধ করার জন্য দেশটির ওপর চাপ সৃষ্টি করার দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের সমন্বয়কারী প্রতিষ্ঠান (এডাব)।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংস্থাটির নেতারা এ দাবি জানান।

বক্তারা বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্ব নিশ্চিত করাসহ এ সমস্যার স্থায়ী সমাধানকল্পে বন্ধু রাষ্ট্রসহ সকল মানবতাকামী আন্তর্জাতিক সংস্থাসমূহের যোগাযোগ বৃদ্ধি করতে হবে।

পালিয়ে আসা রোহিঙ্গাদের সরকারনিয়ন্ত্রিত আশ্রয়কেন্দ্রে রাখার পাশাপাশি দ্রুত তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করা করা আহ্বান জানান তারা।

এ ছাড়া আশ্রিত রোহিঙ্গাদের মধ্য হতে যেন কোনো ধরনের জঙ্গি তৎপরতা সৃষ্টি হতে না পারে সেদিকে নজরদারি বৃদ্ধির দাবি জানানো হয়।

মানববন্ধনে বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের সমন্বয়কারী প্রতিষ্ঠানের (এডাব) পরিচালক এ কে এম জসিম উদ্দিন, ঢাকা মহানগর শাখার সভাপতি মাসুদা ফারুক রত্না, ঢাকা জেলার সদস্য সচিব কাজী বেবী, কার্যকরী পরিষদ সদস্য মাহবুবা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর