হাওর বার্তা ডেস্কঃ নেট হাউজে হাইড্রোপনিক কৃষি খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। দোহারের শিল্প উদ্যোক্তা মিজানুর রহমান পরীক্ষামূলক আধুনিক পদ্ধতির কৃষিতে এসে অল্পদিনেই বেশ তৃপ্ত।
ভালো ফলাফল দেখে আগামীতে আরো বড় পরিসরে নিয়ন্ত্রিত পরিবেশে কৃষি খামার গড়ার উদ্যোগ নিচ্ছেন তিনি।
এদেশেও শুরু হয়ে গেছে কৃষিখামারকে শিল্পে পরিণত করার দৌড়। ঢাকার দোহারের তিন দোকান এলাকায় মাত্র ৩ হাজার বর্গফুট এলাকায় গড়ে তোলা হয়েছে নেটহাউজ। সেখানে হাইড্রোপনিক পদ্ধতিতে শুরু হয়েছে টমেটো চাষ।
এই উদ্যোগে কারিগরী সহায়তা দিচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী ড. সেলিম রেজা মল্লিক। ইতোমধ্যে লাভজনক এই কৃষি উদ্যোগ দৃষ্টি কেঁড়েছে সাধারণ কৃষকের।
কয়েকমাস প্রাপ্তিকে সাফল্য হিসেবে নিয়ে আগামীতে আরো বড় প্রকল্পে যাওয়ার স্বপ্ন এই উদ্যোক্তার।