হাওর বার্তা ডেস্কঃ মাত্র এক ঘন্টায় সাড়ে ৭ লাখ গাছের চারা রোপন করে এক নতুন রেকর্ড সৃষ্টি করেছেন চুয়াডাঙ্গাবাসী। একযোগে রোপন করা হয় সাড়ে সাত লাখ গাছের চারা ও তালবীজ। যার মধ্যে ছিল ৫ লাখ ২৫ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং ২ লাখ ২৫ হাজার তালবীজ।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত গোটা জেলা জুড়ে চলে গাছ রোপনের এক মহাযজ্ঞ।
জেলার সবকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি মহতী এই কাজে সম্পৃক্ত করানো হয় জেলার ৩৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধারণ সদস্যদেরকে।
জেলা প্রশাসন সূত্র জানায়, প্রায় এক মাস আগে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক তার নিজ ফেসবুক আইডিতে জেলার সকলকে গাছ লাগানোর জন্য আহবান জানান। এজন্য তিনি ৯ সেপ্টম্বর দিন ধার্য্য করেন। গাছ লাগানো কর্মসূচিটি সফল করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে চালানো হয় প্রচার প্রচারণাও। একই সাথে জেলার চারটি উপজেলার সরকারি কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে করে দেয়া হয় বেশ কয়েকটি কমিটি।
সূত্র আরো জানায়, ৯ সেপ্টেম্বর ডেটলাইন মাথায় রেখে এক সপ্তাহ আগেই প্রতি গ্রামে গ্রামে পৌঁছানো হয় গাছের চারা। জেলা প্রশাসনের পক্ষ থেকে আগে থেকে ঘোষণা দেয়া হয় বিনামূল্যে দেওয়া এই গাছের চারা যে লাগাবে সেই হবে মালিক। এজন্য জেলার প্রতিটি সড়ক, গ্রাম্য সড়কসহ সরকারি খাস জমিতে গাছ লাগানোরও নির্দেশ দেওয়া হয়।
জেলা প্রশাসনের এই নিদের্শনার পর নির্ধারিত দিনে গাছ লাগানোর ঢল নামে রাস্তায় রাস্তায়। যেন জেলা জুড়ে উৎসব চলে গাছ লাগানোর। আর এই উৎসবে যোগ দেন নারী-শিশু- বৃদ্ধসহ সব শ্রেণি পেশার মানুষ।
জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ তার প্রতিক্রিয়ায় জানান, ‘আমার জীবনে আজকের দিনটি একেবারে অন্যরকম। একটি ফেসবুক পোস্টের পর জেলার সাধারণ মানুষ এই কাজটিকে যে এভাবে বৃহৎ পরিসরে আয়োজন করবে তা আমার কল্পনাতেও ছিলো না।
পুলিশ সুপার নিজাম উদ্দীন জানান, এতো বড় পরিসরে বৃক্ষ রোপন কর্মসূচি শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর অন্যকোন দেশেও বিরল। এ কারণে চুয়াডাঙ্গার এই উদ্যোগটি হতে পারে বিশ্ব রেকর্ড।