হাওর বার্তা ডেস্কঃ রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি পরিদর্শনে উখিয়ার পথে কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি ত্রাণ বিতরণ করবেন।
মঙ্গলবার সকাল সোয়া ৯টায় ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। কক্সবাজার থেকে সড়কপথে উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরে প্রধানমন্ত্রী যাবেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, পূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ ইকবালুর রহিম, কক্সবাজার-৩ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আবু রেজা মোহাম্মদ নিজামউদ্দিন নদভী, মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম, মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।