হাওর বার্তা ডেস্কঃ কিছুদিন আগেই খবর এসেছিল যে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট আনার কাজ শুরু করেছে। এবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা এই প্রোজেক্টের টেস্টিং শুরু করে দিয়েছে। হোয়াটসঅ্যাপের ঘোষণা অনুযায়ী ব্যাবসায়ীদের জন্য আলাদা অ্যাপ চালু হচ্ছে। ছোট ব্যাবসায়ীরা বিনামুল্যে ব্যবহার করতে পারবেন এই অ্যাপ। যদিও বড় ব্যাবসায়ী যারা গোটা পৃথিবীর বিভিন্ন দেশে ব্যাবসা করেন তাদের এই অ্যাপ ব্যাবহার করার জন্য খসাতে হবে গ্যাঁটের কড়ি।
এই অ্যাপের মাধ্যমে ব্যাবসায়ীরা খুব সহজেই যোগাযোগ করতে পারবেন গ্রাহকদের সাথে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো ব্যবসায়ীদের জন্য বানানো এই বিশেষ অ্যাপে থাকবে ভেরিফায়েড অ্যাকাউন্ট। ফেসবুক বা টুইটারে যেমন ভেরিফায়েড অ্যাকাউন্টের পাশে নীল রঙের টিক চিহ্ন থাকে এক্ষেত্রে তেমনি সবুজ রঙের টিক চিহ্ন দেখা যাবে নতুন এই অ্যাপে।
এইভাবে গ্রাহকদের বুঝতে সুবিধা হবে কোনটি কোম্পানির আসল প্রোফাইল।