ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আরেফিন সিদ্দিক নিজ বিভাগে যোগ দিলেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭
  • ৩৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ আট বছর সাত মাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন শেষে নিজ বিভাগ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে যোগ দিয়েছেন অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। বিভাগীয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোববার সকাল ১১টা ৪০ মিনিটে যোগদানপত্রে সই করেন তিনি। সকাল সাড়ে এগারটার দিকে তিনি কলা ভবনে পৌঁছানোর আগে সেখানে উপস্থিত ছিলেন তার বিভাগের সহকর্মীরা। এসময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানান তারা। বিভাগের চেয়ারপার্সনের কক্ষে তাকে স্বাগত জানান অন্য সহকর্মীরা। এরপর যোগদানপত্রে সই করলে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বিভাগীয় সূত্রে জানানো হয়, এখন থেকে তিনি শিক্ষকতাসহ বিভাগের নিয়মিত কার্যক্রমে অংশ নেবেন।

অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক একাধিক মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি এবং আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়কের দায়িত্ব পালন করে ২০০৯ সালের জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ পান। এরপর ২০১৩ সালের আগস্টে তিনি সিনেট সদস্যদের নির্বাচিত প্যানেলের মাধ্যমে রাষ্ট্রপতি আবারো তাকে নিয়োগ দেন। চলতি বছর আগস্টের ২৪ তারিখে তিনি উপাচার্য হিসেবে চার বছরের মেয়াদ শেষ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

আরেফিন সিদ্দিক নিজ বিভাগে যোগ দিলেন

আপডেট টাইম : ০৮:৫৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ আট বছর সাত মাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন শেষে নিজ বিভাগ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে যোগ দিয়েছেন অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। বিভাগীয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোববার সকাল ১১টা ৪০ মিনিটে যোগদানপত্রে সই করেন তিনি। সকাল সাড়ে এগারটার দিকে তিনি কলা ভবনে পৌঁছানোর আগে সেখানে উপস্থিত ছিলেন তার বিভাগের সহকর্মীরা। এসময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানান তারা। বিভাগের চেয়ারপার্সনের কক্ষে তাকে স্বাগত জানান অন্য সহকর্মীরা। এরপর যোগদানপত্রে সই করলে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বিভাগীয় সূত্রে জানানো হয়, এখন থেকে তিনি শিক্ষকতাসহ বিভাগের নিয়মিত কার্যক্রমে অংশ নেবেন।

অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক একাধিক মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি এবং আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়কের দায়িত্ব পালন করে ২০০৯ সালের জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ পান। এরপর ২০১৩ সালের আগস্টে তিনি সিনেট সদস্যদের নির্বাচিত প্যানেলের মাধ্যমে রাষ্ট্রপতি আবারো তাকে নিয়োগ দেন। চলতি বছর আগস্টের ২৪ তারিখে তিনি উপাচার্য হিসেবে চার বছরের মেয়াদ শেষ করেন।