হাওর বার্তা ডেস্কঃ ঈদুল আযহার ছুটির পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ সোমবার থেকে শুরু হচ্ছে। ঈদ উপলক্ষে গত ৩০ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ক্লাসসমূহ বন্ধ ছিলো। ঈদের ছুটির পর বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ রোববার খুলেছে।
অফিসসমূহ গত ৩১ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ছিলো। ৮ ও ৯ সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় অফিস শুরু হয়েছে রোববার থেকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার একথা জানানো হয়েছে।