পুরো মৌসুম ব্যর্থ। পদকশূণ্য। লা লিগা জেতা বার্সেলোনার সময়ের ব্যাপার মাত্র। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতারও খুবই কাছাকাছি। হয়তো এ মৌসুমে ট্রেবল জিতে ফেলবে কাতালানরা। কিন্তু রিয়াল মাদ্রিদের কি হয়েছে? কোথায় সমস্যা? কিছুই ঠিক পাচ্ছেন না কোচ কার্লো আনচেলোত্তি। পুরোপুরি ব্যর্থ। গুঞ্জণ ওঠেছে, চাকরিটা আর বাঁচাতে পারছেন না এই ইতালিয়ান। মাদ্রিদে তার শেষ দেখে ফেলেছেন অনেকেই। নতুন মৌসুমে রিয়ালের দায়িত্বে দেখা যাবে অন্য কেউকে।
সেই অন্য কেই কে জানেন? ফরাসী ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদান। গত ক’য়েক বছর ধরে যিনি কোচিং ব্যাপারটা নিবিঢ়ভাবে শিখে আসছেন। বর্তমানে রিয়াল বি দলের দায়িত্ব তার কাঁধে। আনচেলোত্তিকে সরিয়ে রিয়াল সিনিয়র দলের দায়িত্ব নেওয়াটা তার ¯্রফে সময়ের ব্যাপার মনে করা হচ্ছে।