হাওর বার্তা ডেস্কঃ দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকলের ২০১৭-২০১৭ মাড়াই কার্যক্রমের জন্য আগাম ও রোপা আখচাষ উদ্বোধন করা হয়েছে।
সেতাবগঞ্জ চিনিকলের আয়োজনে শুক্রবার বিকেলে আগাম ও রোপা আখচাষ উদ্বোধন করেন, বাংলাদেশ চিনিকল কর্পোরেশনের পরিচালক কৃষিবিদ মোশাররফ হোসেন।
এ সময় সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থপনা পরিচালক এএম ইমরান, সেতাবগঞ্জ চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান দুলাল, সাধারণ সম্পাদক খোকন চন্দ্র সরকারসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আগে আনুষ্ঠানিকভাবে গৌতম চন্দ্র রায়, জিতেন্দ্র নাথ দেব, মামুনুর রশিদ নবাবের জমিতে এসটিপি বেড পদ্ধতিতে আখ রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সেতাবগঞ্জ চিনিকলের ২০১৭-২০১৭ মাড়াই কার্যক্রমের জন্য এবার ৮ হাজার একর জমিতে আখচাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব জমি থেকে ৭০ হাজার মেট্রিক টন আখ উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এরই প্রেক্ষিতে শ্রক্রবার আগাম ও রোপা আখচাষ উদ্বোধন করা হয়েছে।