হাওর বার্তা ডেস্কঃ বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত ওআইসির প্রথম শীর্ষ সম্মেলন’-এ যোগ দিতে আগামী শনিবার (৯ সেপ্টেম্বর) কাজাখস্তানের আস্তানা’র উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আগামী রোববার থেকে সোমবার (১০-১১ সেপ্টেম্বর) দুদিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে রাষ্ট্রপতি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন। রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব এম. আবুল কালাম আজাদ জানান, রাষ্ট্রপতি এবং তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট ৯ সেপ্টেম্বর দুপুর ২টা ৪৫ মিনিটে কাজাখস্তানের আস্তানার উদ্দেশ্যে হযরত শাহজালাল (রা.) আর্ন্তজাতিক বিমানবন্দর ত্যাগ করবে। তিনি বলেন, একই দিনে আস্তানা নূর সুলতান নাজারবায়েভ আর্ন্তজাতিক বিমান বন্দরে উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান রাষ্ট্রপতিকে স্বাগত জানাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে রয়েছেন, রাষ্ট্রপতি কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সরকারি কর্মকর্তাগণ। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে ‘ওআইসি এসটিআই এজেন্ড-২০২৬’ নিয়ে আলোচনাশেষে দশ বছরমেয়াদি একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।
সংবাদ শিরোনাম
রাষ্ট্রপতি শনিবার কাজাখস্তান যাচ্ছেন
- Reporter Name
- আপডেট টাইম : ০১:৪৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭
- ৩২৩ বার
Tag :
জনপ্রিয় সংবাদ