হাওর বার্তা ডেস্কঃ জয়নাল আবেদীন। বয়স ৬৭। প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে হাটা চলাফেরা করতে পারে না। কিন্তু প্রতিবেশীদের সহযোগিতায় আর্থিক সহায়তা নিতে এসে অডিটরিয়াম চত্বরের বাইরে ঘাসের উপর বসে পরে। অডিটরিয়ামে চেক বিতরণের সময় মাইকে জয়নাল আবেদীনের নাম আসে । এ সময় জয়নাল আবেদীনের প্রতিবেশীরা বলেন, জয়নাল আবেদীন অডিটরিয়ামের বাইরে বসা। এ কথা শুনে জয়নাল আবেদীনের চেক হাতে নিয়ে অডিটরিয়ামের বাইরে ছুটলেন কিশোরগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। জয়নাল আবেদীনের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দিলেন এমপি তৌফিক।
পঞ্চাশ হাজার টাকার চেক হাতে পেয়ে খুশিতে আত্মহারা জয়নাল আবেদীন। এ সময় জয়নাল আবেদীন বলেন, এবারের অসময়ের বন্যায় আমার সব ফসল পানির নিচে তলিয়ে গেছে। এ টাকা আমার পরিবারের অনেক কাজে লাগবে।
এভাবে অনুষ্ঠানস্থলের বাইরে গিয়ে এমপি তৌফিকের চেক বিতরণ দেখে মিঠামইন উপজেলার ৮টি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষক বলেন, একেই বলে জনদরদী এমপি তৌফিক ভাই। বারবার আমরা এ এমপিকেই চাই।
এ সময় কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ৮টি ইউনিয়নের অতিবর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মাঝে ৪০ লাখ টাকার চেক বিতরণ করেন।