হাওর বার্তা ডেস্কঃ ‘মানসিক অসুস্থতার’ অজুহাত এনে প্রধান বিচারপতিকে সরাতে সরকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে ‘চলমান অস্থিরতা: কোন পথে বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সাবেক চেয়ারম্যান ও মন্ত্রী শফিকুল গণি স্বপনের অষ্টম মৃত্যুবার্ষিকী স্মরণে ন্যাপ এ সভার আয়োজন করে।
রিজভী বলেন, ‘প্রধান বিচারপতি তার (প্রধানমন্ত্রী) কথা শুনছেন না। তিনি আইনকে আইনের পথে যাওয়ার জন্য কথা বলছেন। দেশে যা ঘটছে, মানুষের বিবেককে যা নাড়া দিয়েছে, সেই বিষয়টি প্রধান বিচারপিত ষোড়শ সংশোধনী বাতিলের মধ্য দিয়ে তুলে ধরেছেন। এই জন্য প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে আজেবাজে কথা বলছেন।’
ক্ষমতা হারানোর ভয়ে প্রধানমন্ত্রী ভারসাম্য হারিয়ে ফেলেছেন দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ সব হচ্ছে সুধা সদনের একটি এক্সটেনশন। এখন সুপ্রিম কোর্টকেও তিনি আওয়ামী লীগের কার্যালয় বানানোর চেষ্টা করছেন।’
শফিকুল গণি স্বপনের প্রতি শ্রদ্ধা জানিয়ে রিজভী বলেন, তার মতো মেধাবী রাজনীতিবিদ আজকের সমাজে বড়ই বিরল। তিনি আজীবন দেশ, মাটি-মানুষ ও গণতন্ত্রের জন্য রাজনীতি করেছেন।
অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে বলেন, ‘তাদের মাথা এতটাই গরম যে, তারা প্রধান বিচারপতিকে পদত্যাগ করে মাঠে আসতে বলেন। ভাবটা হলো যে, তারা হা-ডু-ডু খেলতে মাঠে নেমেছে।’
আলাল আরো বলেন, ‘নিজের মধ্যে বারবার প্রশ্নের উদ্রেক হয় আমরা কী আসলে একটি স্বাধীন দেশের নাগরিক। নাকি স্বাধীন আওয়ামী লীগের দ্বারা শাসিত একটা দেশ? শুধু তারা স্বাধীন, অন্য কেউ নয়?’
ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়ার সভাপতিত্বে ও নগর সদস্যসচিব মো. শহীদুননবী ডাবলুর সঞ্চালনায় আলোচনায় আরো অংশ নেন ছড়াকার আবু সালেহ, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ।