ঢাকা ১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

প্রধান বিচারপতির পদত্যাগ দাবিতে সোচ্চার আওয়ামী লীগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭
  • ২১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধান বিচারপতি এস কে সিনহার পদত্যাগের দাবিতে সোচ্চার আওয়ামী লীগ। ২১শে আগস্ট গ্রেনেড হামলা দিবসে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পর এ দাবিতে মাঠে নামার উদ্যোগ নিয়েছে দলটি। একইসঙ্গে রায় নিয়ে দলীয় সভানেত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বিভিন্ন সংগঠন, ব্যক্তি ও বিদেশি বন্ধুদের কাছ থেকে কী ধরনের প্রতিক্রিয়া দেখানো হচ্ছে, তা নিবিড়ভাবে পর্যালোচনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে প্রধান বিচারপতি ও ষোড়শ সংশোধনী নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী কথা বলার আগে থেকে দলের শীর্ষ নেতারা রাজনৈতিক মাঠে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। প্রধান বিচারপতির লেখা রায়ের বেশ কিছু মন্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসছিলেন তারা। সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ষোড়শ সংশোধনী রায়ের বিভিন্ন দিক ও প্রধান বিচারপতি সম্পর্কে আওয়ামী লীগের মনোভাবের কথা জানান। সেখানে তিনি প্রধান বিচারপতির কঠোর সমালোচনা করেন। একই সঙ্গে রায় লেখার আগে বা পরে তার পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন। আওয়ামী লীগ সভানেত্রীর এ মন্তব্যকেই এখন দলীয় দাবিতে পরিণত করার উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়। সেখানে প্রধান বিচারপতির পদত্যাগের দাবি জানানো হয়। ওই কর্মসূচির নেতৃত্ব দেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। এদিকে সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় বাতিল করে প্রধান বিচারপতির দায়িত্ব ছাড়তে প্রধান বিচারপতি এস কে সিনহার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা। গতকাল আইনজীবী সমিতি ভবনের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তারা এ আহ্বান জানান। একইসঙ্গে আগামী দুই দিনের মধ্যে তাদের আহ্বানে সাড়া না দিলে আগামী দিনে প্রধান বিচারপতিকে অপসারণের দাবিতে এক দফা আন্দোলনে নামার ঘোষণা দেয়া হয় কর্মসূচি থেকে। আওয়ামী লীগের শীর্ষ ও মধ্যমসারির কয়েকজন নেতা জানান, সোমবার বক্তব্যের মধ্যদিয়ে দলীয় সভানেত্রী তার অবস্থান স্পষ্ট করেছেন। আওয়ামী লীগের ইতিহাস সংগ্রামের, আন্দোলনের। জাতির জনক আর দেশকে নিয়ে তিনি যে মন্তব্য করেছেন তা আসলে সহ্য করার মতো নয়- আমরা এ নিয়ে বসে থাকবো না। তাই প্রধান বিচারপতির পদত্যাগ দাবি জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। মিটিং, মিছিল, র‌্যালি, পোস্টারসহ আন্দোলনের সব টোটকাই ব্যবহার করা হবে। নেতারা জানান, আমাদের এখন একটাই দাবি প্রধান বিচারপতির পদত্যাগ। রায় নিয়ে দলীয় অবস্থান প্রসঙ্গে গতকাল হাছান মাহমুদ হাওর বার্তাকে বলেন, প্রধান বিচারপতির পদে বসে রাজনৈতিক বক্তব্য দেয়া ঠিক নয়। রাজনীতিকে প্রভাবিত করে বা রাজনৈতিক বক্তব্য দেয়া সঠিক নয়। প্রধান বিচারপতি তার রায়ের পর্যবেক্ষণে যারা এই মামলার পক্ষ নয় তাদেরকে তিনি প্রতিপক্ষ বানিয়েছেন। তিনি বলেন, এই কথাগুলো আসলে সমাজের অনেকেই জানে না। শুধু জনগণ নয়, যারা এগুলো নিয়ে অতি উৎসাহী তারাও অবগত নয়। এই জিনিসটাই সবাইকে জানানো প্রয়োজন বলে দলীয় সভানেত্রী জানিয়েছেন। তিনি বলেন, এরই মধ্যে অনেকে বক্তব্যর মাধ্যমে, পত্রিকায় লেখার মাধ্যমে উত্থাপন করেছেন। এগুলো আরও ব্যাপকভাবে জানানোর উদোগ নেয়া হচ্ছে। হাছান মাহমুদ বলেন, প্রধান বিচারপতির পর্যবেক্ষণ এবং রায় বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। দেশবিরোধী যে একটা ষড়যন্ত্র হচ্ছে, সে বিষয়টি জনগণকে জানানো প্রয়োজন। সেটিই আমরা জানাচ্ছি। প্রধান বিচারপতির পদত্যাগ প্রসঙ্গে দলীয় অবস্থান তুলে ধরে তিনি বলেন, প্রধান বিচারপতি পদত্যাগ করবেন কি করবেন না, কিংবা সরকার ও রাষ্ট্রপতি কী পদক্ষেপ নেবেন তা সরকার ও রাষ্ট্রপতির ব্যাপার। তবে দেশের বৃহত্তর জনগোষ্ঠী মনে করেন মাননীয় প্রধান বিচারপতি তার পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। সোমবার আওয়ামী লীগ সভাপতি তার বক্তব্যে বলেন, বহু অবান্তর কথা প্রধান বিচারপতির রায়ে দেয়া আছে। রায়টা আরও ভালোভাবে পড়া দরকার এবং এর প্রতিটি জায়গায় অনেক কথা বলার অবকাশ আছে। জাতির সামনে এগুলো তুলে ধরতে হবে। এরকম একেকটা কথা লিখে মানুষকে বিভ্রান্ত করে এতে তো ন্যায়বিচার পাওয়া যায় না। আমরা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। আমরা জনগণের কথা বলি। আমাদের জবাবদিহি আছে।
প্রধান বিচারপতিকে হানিফ তাহলে পাকিস্তান চলে যান
প্রধান বিচারপতির রায় ও বক্তব্যে পাকিস্তান-প্রেমের প্রকাশ ঘটেছে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল- আলম হানিফ। তিনি বলেন, পাকিস্তানের প্রতি যদি এতই আকর্ষণ থাকে, তাহলে পাকিস্তানে চলে যান। গতকাল জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মাহবুব-উল-আলম হানিফ বলেন, প্রধান বিচারপতি সাহেব, অবৈধভাবে ক্ষমতা দখল করে খুনি জিয়াউর রহমান সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করেছিলেন। পৃথিবীর আর কোথাও নেই। আছে পাকিস্তানে। পাকিস্তানের প্রতি আপনার এত দরদ। ২০১৪ সালে নির্বাচনের সময় আপনি নিজেও বলেছিলেন, আমি তো শান্তি কমিটির সদস্য ছিলাম। এর মাধ্যমে কী বোঝাতে চেয়েছিলেন? এই বাংলাদেশে যারা রাজাকার, আল-বদর, আল-শামস, শান্তি কমিটির সদস্য ছিলেন- তারা পাকিস্তানের  সৈনিক ছিলেন, সেই হিসেবে আপনি নিজেকে পাকিস্তানের সৈনিক ভাবছেন? তিনি বলেন, আপনার যদি পাকিস্তানের প্রতি এতই আকর্ষণ থাকে, তাহলে পাকিস্তানে চলে যান। সে অধিকার আপনার আছে। চলে যান পাকিস্তানে, কেউ আপনাকে নিষেধ করবে না। তিনি বলেন, সরকারকে হুমকি দিয়ে কোনো লাভ নেই। আপনি নৈতিকভাবে এই পদে থাকার অধিকার হারিয়েছেন, জনগণ আপনাকে এই জায়গায় বসা দেখতে চায় না। এদিকে একুশে আগস্ট নিয়ে ‘কান্নাকাটির কিছু নেই’ বলে দেয়া বক্তব্যের জন্য বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সমালোচনা করে তাদের ‘কান্নাকাটির দিন আসছে’ বলে সতর্ক করেন আওয়ামী লীগ নেতা হানিফ। খন্দকার মোশাররফের উদ্দেশে তিনি বলেন, নিজেদের অপরাধকে আড়াল করার জন্যই আপনি বলেছেন একুশে আগস্ট নিয়ে কান্নাকাটির কিছু নেই। আপনাদের অপরাধ ধামাচাপা দেয়ার জন্যই এ ধরনের বক্তব্য দিয়েছেন। মোশাররফ সাহেব, আপনাদেরকে বলতে চাই, এরপর কাঁদতে হবে আপনাদের। আদালতের রায়ে যখন আপনাদের লোকেরা অভিযুক্ত হবে, তখন আপনাদেরও কাঁদতে হবে। কান্নাকাটির জন্য অপেক্ষা করুন। তিনি বলেন, বিএনপি নাকি রাজনীতি করে জনগণের জন্য। কোন মুখে তারা এমন কথা বলে। যেখানে জনগণের ক্ষমতা নিতে চায় হাইকোর্ট, সেখানে তারা খুশি হয়। সেই রায়ে তো বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকেও অবৈধ বলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

প্রধান বিচারপতির পদত্যাগ দাবিতে সোচ্চার আওয়ামী লীগ

আপডেট টাইম : ০৪:৪৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ প্রধান বিচারপতি এস কে সিনহার পদত্যাগের দাবিতে সোচ্চার আওয়ামী লীগ। ২১শে আগস্ট গ্রেনেড হামলা দিবসে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পর এ দাবিতে মাঠে নামার উদ্যোগ নিয়েছে দলটি। একইসঙ্গে রায় নিয়ে দলীয় সভানেত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বিভিন্ন সংগঠন, ব্যক্তি ও বিদেশি বন্ধুদের কাছ থেকে কী ধরনের প্রতিক্রিয়া দেখানো হচ্ছে, তা নিবিড়ভাবে পর্যালোচনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে প্রধান বিচারপতি ও ষোড়শ সংশোধনী নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী কথা বলার আগে থেকে দলের শীর্ষ নেতারা রাজনৈতিক মাঠে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। প্রধান বিচারপতির লেখা রায়ের বেশ কিছু মন্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসছিলেন তারা। সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ষোড়শ সংশোধনী রায়ের বিভিন্ন দিক ও প্রধান বিচারপতি সম্পর্কে আওয়ামী লীগের মনোভাবের কথা জানান। সেখানে তিনি প্রধান বিচারপতির কঠোর সমালোচনা করেন। একই সঙ্গে রায় লেখার আগে বা পরে তার পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন। আওয়ামী লীগ সভানেত্রীর এ মন্তব্যকেই এখন দলীয় দাবিতে পরিণত করার উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়। সেখানে প্রধান বিচারপতির পদত্যাগের দাবি জানানো হয়। ওই কর্মসূচির নেতৃত্ব দেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। এদিকে সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় বাতিল করে প্রধান বিচারপতির দায়িত্ব ছাড়তে প্রধান বিচারপতি এস কে সিনহার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা। গতকাল আইনজীবী সমিতি ভবনের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তারা এ আহ্বান জানান। একইসঙ্গে আগামী দুই দিনের মধ্যে তাদের আহ্বানে সাড়া না দিলে আগামী দিনে প্রধান বিচারপতিকে অপসারণের দাবিতে এক দফা আন্দোলনে নামার ঘোষণা দেয়া হয় কর্মসূচি থেকে। আওয়ামী লীগের শীর্ষ ও মধ্যমসারির কয়েকজন নেতা জানান, সোমবার বক্তব্যের মধ্যদিয়ে দলীয় সভানেত্রী তার অবস্থান স্পষ্ট করেছেন। আওয়ামী লীগের ইতিহাস সংগ্রামের, আন্দোলনের। জাতির জনক আর দেশকে নিয়ে তিনি যে মন্তব্য করেছেন তা আসলে সহ্য করার মতো নয়- আমরা এ নিয়ে বসে থাকবো না। তাই প্রধান বিচারপতির পদত্যাগ দাবি জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। মিটিং, মিছিল, র‌্যালি, পোস্টারসহ আন্দোলনের সব টোটকাই ব্যবহার করা হবে। নেতারা জানান, আমাদের এখন একটাই দাবি প্রধান বিচারপতির পদত্যাগ। রায় নিয়ে দলীয় অবস্থান প্রসঙ্গে গতকাল হাছান মাহমুদ হাওর বার্তাকে বলেন, প্রধান বিচারপতির পদে বসে রাজনৈতিক বক্তব্য দেয়া ঠিক নয়। রাজনীতিকে প্রভাবিত করে বা রাজনৈতিক বক্তব্য দেয়া সঠিক নয়। প্রধান বিচারপতি তার রায়ের পর্যবেক্ষণে যারা এই মামলার পক্ষ নয় তাদেরকে তিনি প্রতিপক্ষ বানিয়েছেন। তিনি বলেন, এই কথাগুলো আসলে সমাজের অনেকেই জানে না। শুধু জনগণ নয়, যারা এগুলো নিয়ে অতি উৎসাহী তারাও অবগত নয়। এই জিনিসটাই সবাইকে জানানো প্রয়োজন বলে দলীয় সভানেত্রী জানিয়েছেন। তিনি বলেন, এরই মধ্যে অনেকে বক্তব্যর মাধ্যমে, পত্রিকায় লেখার মাধ্যমে উত্থাপন করেছেন। এগুলো আরও ব্যাপকভাবে জানানোর উদোগ নেয়া হচ্ছে। হাছান মাহমুদ বলেন, প্রধান বিচারপতির পর্যবেক্ষণ এবং রায় বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। দেশবিরোধী যে একটা ষড়যন্ত্র হচ্ছে, সে বিষয়টি জনগণকে জানানো প্রয়োজন। সেটিই আমরা জানাচ্ছি। প্রধান বিচারপতির পদত্যাগ প্রসঙ্গে দলীয় অবস্থান তুলে ধরে তিনি বলেন, প্রধান বিচারপতি পদত্যাগ করবেন কি করবেন না, কিংবা সরকার ও রাষ্ট্রপতি কী পদক্ষেপ নেবেন তা সরকার ও রাষ্ট্রপতির ব্যাপার। তবে দেশের বৃহত্তর জনগোষ্ঠী মনে করেন মাননীয় প্রধান বিচারপতি তার পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। সোমবার আওয়ামী লীগ সভাপতি তার বক্তব্যে বলেন, বহু অবান্তর কথা প্রধান বিচারপতির রায়ে দেয়া আছে। রায়টা আরও ভালোভাবে পড়া দরকার এবং এর প্রতিটি জায়গায় অনেক কথা বলার অবকাশ আছে। জাতির সামনে এগুলো তুলে ধরতে হবে। এরকম একেকটা কথা লিখে মানুষকে বিভ্রান্ত করে এতে তো ন্যায়বিচার পাওয়া যায় না। আমরা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। আমরা জনগণের কথা বলি। আমাদের জবাবদিহি আছে।
প্রধান বিচারপতিকে হানিফ তাহলে পাকিস্তান চলে যান
প্রধান বিচারপতির রায় ও বক্তব্যে পাকিস্তান-প্রেমের প্রকাশ ঘটেছে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল- আলম হানিফ। তিনি বলেন, পাকিস্তানের প্রতি যদি এতই আকর্ষণ থাকে, তাহলে পাকিস্তানে চলে যান। গতকাল জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মাহবুব-উল-আলম হানিফ বলেন, প্রধান বিচারপতি সাহেব, অবৈধভাবে ক্ষমতা দখল করে খুনি জিয়াউর রহমান সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করেছিলেন। পৃথিবীর আর কোথাও নেই। আছে পাকিস্তানে। পাকিস্তানের প্রতি আপনার এত দরদ। ২০১৪ সালে নির্বাচনের সময় আপনি নিজেও বলেছিলেন, আমি তো শান্তি কমিটির সদস্য ছিলাম। এর মাধ্যমে কী বোঝাতে চেয়েছিলেন? এই বাংলাদেশে যারা রাজাকার, আল-বদর, আল-শামস, শান্তি কমিটির সদস্য ছিলেন- তারা পাকিস্তানের  সৈনিক ছিলেন, সেই হিসেবে আপনি নিজেকে পাকিস্তানের সৈনিক ভাবছেন? তিনি বলেন, আপনার যদি পাকিস্তানের প্রতি এতই আকর্ষণ থাকে, তাহলে পাকিস্তানে চলে যান। সে অধিকার আপনার আছে। চলে যান পাকিস্তানে, কেউ আপনাকে নিষেধ করবে না। তিনি বলেন, সরকারকে হুমকি দিয়ে কোনো লাভ নেই। আপনি নৈতিকভাবে এই পদে থাকার অধিকার হারিয়েছেন, জনগণ আপনাকে এই জায়গায় বসা দেখতে চায় না। এদিকে একুশে আগস্ট নিয়ে ‘কান্নাকাটির কিছু নেই’ বলে দেয়া বক্তব্যের জন্য বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সমালোচনা করে তাদের ‘কান্নাকাটির দিন আসছে’ বলে সতর্ক করেন আওয়ামী লীগ নেতা হানিফ। খন্দকার মোশাররফের উদ্দেশে তিনি বলেন, নিজেদের অপরাধকে আড়াল করার জন্যই আপনি বলেছেন একুশে আগস্ট নিয়ে কান্নাকাটির কিছু নেই। আপনাদের অপরাধ ধামাচাপা দেয়ার জন্যই এ ধরনের বক্তব্য দিয়েছেন। মোশাররফ সাহেব, আপনাদেরকে বলতে চাই, এরপর কাঁদতে হবে আপনাদের। আদালতের রায়ে যখন আপনাদের লোকেরা অভিযুক্ত হবে, তখন আপনাদেরও কাঁদতে হবে। কান্নাকাটির জন্য অপেক্ষা করুন। তিনি বলেন, বিএনপি নাকি রাজনীতি করে জনগণের জন্য। কোন মুখে তারা এমন কথা বলে। যেখানে জনগণের ক্ষমতা নিতে চায় হাইকোর্ট, সেখানে তারা খুশি হয়। সেই রায়ে তো বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকেও অবৈধ বলা হয়েছে।