হাওর বার্তা ডেস্কঃ শনিবার রাতে ময়মনসিংহ জেলায় গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের অভিযানে ১২০টি নেশাজাতীয় ইনজেকশনসহ ৩ জনকে আটক করেছে। আটককৃত আসামিরা হলেন মাহামুদুল হাসান(৩৫), মো. এহছানুল হক (২৫) ও জুয়েল মৃধা।
জানাযায়, গত শনিবার রাতে ময়মনসিংহ ফুলপুর এলাকায় মাদক দ্রব্য বিশেষ অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা সংস্থা ডিবি। জেলা গোয়েন্দা সংস্থা ডিবি ওসি আশিকুর রহমান গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, ময়মনসিংহ জেলা ফুলপুর থানাধীন কাজিয়াকান্দা মাদক ক্রয় বিক্রয় হচ্ছে।
এ খবর পাওয়া মাত্র জেলা গোয়েন্দা সংস্থা ডিবি ওসি নির্দেশে এসআই জাকির হোসেন ও এএসআই ফারুকের নেতৃত্বে সংগীয় ফৌর্স নিয়ে বিশেষ অভিযান করে এতে ১২০ পিস ইনজেকশনসহ ফুলপুর কাজিয়াকান্দা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
তারা দীর্ঘদিন যাবত ফুলপুর এলাকায় মাদকের ব্যবসায় জড়িত বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।
ডিবি ওসি আশিকুর রহমান পূর্বপশ্চিমকে বলেন, ১২০ পিস ইনজেকশনসহ তাদের আটক করি।