ত্রী-বান্ধবী নিয়ে অস্ট্রেলিয়া ও ভারত ক্রিকেটে এখন ঝড় বইছে। গত বিশ্বকাপে ভারতের ব্যর্থতার জন্য বিরাট কোহলির বান্ধবী অভিনেত্রী আনুশকা শর্মার মাঠে উপস্থিতিকে দায়ী করেন অনেকে। এটা নিয়ে অনেক বিতর্ক হওয়ায় এবার শ্রীলঙ্কা সফরে ভারতের কোনো খেলোয়াড় স্ত্রী-বান্ধবীকে নিয়ে যেতে পারেন নি। অন্যদিকে ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজ হারের জন্য সফলকারীদের স্ত্রী-বান্ধবীর দলের সঙ্গে সফর করাকে অনেকে দায়ী করেছেন। অনেকে অস্ট্রেলিয়া দলের সঙ্গে ভবিষ্যতে যেন খেলোয়াড়দের স্ত্রী-বান্ধবী সফর না করে তার পরামর্শও দিয়েছে। কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড দেখালো সম্পূর্ণ বিপরীত চরিত্র। তারা বরং খেলোয়াড়দের সঙ্গে স্ত্রী-বান্ধবীদের উপস্থিতিকে ইতিবাচক হিসেবে দেখছে। বোর্ড চায়Ñ স্ত্রী-বান্ধবীরা খেলোয়াড়দের সঙ্গেই থাকুক। আর এই লক্ষ্য সামনে রেখে তারা খেলোয়াড়দের স্ত্রী ও বান্ধবীদের প্রশিক্ষণের আয়োজন করেছে। এই প্রশিক্ষণে তাদের শেখানো হবে, ক্রিকেটের বিভিন্ন বিষয়। খেলোয়াড়রা কখন চাপে থাকে, কখন মানসিকভাবে ভেঙে পড়ে, খেলায় কখন উত্তেজনা থাকে ইত্যাদি বিষয়ে। যাতে করে খেলার পরিস্থিতি ও খেলোয়াড়দের মানসিকতার সঙ্গে তাল মিলিয়ে তারা খেলোয়াড়দের সঙ্গ দিতে পারেন। এবং চাপের সময় তারা খেলোয়াড়দের স্বাভাবিক রাখার চেষ্টা করতে পারেন। এ বিষয়ে শ্রীলঙ্কা ক্রিকেটে বোর্ডে অন্তর্বর্তীকালীন প্রধান সিদাত ওয়েটিমুনি বলেন, ‘খেলোয়াড়দের জীবনে স্ত্রীদের অনেক অবদান। ক্রিকেট দল বাইরের দেশ সফরে তাদের স্ত্রীদের নিয়ে যাওয়ার পক্ষে আমরা। তবে স্ত্রী-বান্ধবীরে ক্রিকেট বেশ কিছু বিষয় বোঝা ও খেলোয়াড়দের চাপের অবস্থা বুঝানোর জন্য আমরা প্রশিক্ষণের ব্যবস্তা করেছি। এতে তারা তাদের পার্টনারের সঙ্গে সময়পোযোগী আচরণ করতে পারবে। এছাড়া দলের অনেক নতুন খেলোয়াড় এসেছে যারা গ্রাম থেকে উঠে এসেছে। গ্রামে বেড়ে ওঠায় অনেক সময় মানসিকভাবে হীনমন্যতায় থাকে তারা। কিন্তু তাদের স্ত্রীরা বুঝালে খুব সহজেই এই অবস্থা থেকে বের হতে পারবে তারা।’
সংবাদ শিরোনাম
স্কুলে যেতে হচ্ছে ক্রিকেটারদের স্ত্রীদের
- Reporter Name
- আপডেট টাইম : ০৯:৫৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০১৫
- ৩৬৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ