স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মাদ নাসিম বলেছেন, আমরা জনগণের রায়ে নির্বাচিত সরকার। তাই ২০১৯ সালের আগে দেশে কোনো নির্বাচন হবে না। সেই নির্বাচনে দেখা যাবে জনগণ কার পক্ষে রায় দেয়। আজ জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সাম্যবাদী দল আয়োজিত ‘বঙ্গবন্ধু:অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশে নাসিম বলেন, এখন ক্ষান্ত দিন। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছি। কখন তা ছাড়ব, তা জনগণ এবং আল্লাহই ভালো জানেন। আপনি সরকার পতনের ষড়যন্ত্র করলে এবার পরিণাম হবে ভয়াবহ।
নাসিম বলেন, এখনও সময় আছে, ষড়যন্ত্র করা বন্ধ করুন। ফের ষড়যন্ত্র করলে বিএনপি যেটুকু আছে, সেটুকুও আর থাকবে না। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, বাসদের আহব্বায়ক রেজাউর রশিদ খান, ন্যাপের সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ।
এই বিভাগের সর্বাধিক পঠিত
সংবাদ শিরোনাম
ক্ষমতা কবে ছাড়বো তা জনগণ ও আল্লাহই ভালো জানেন
- Reporter Name
- আপডেট টাইম : ০৮:০১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০১৫
- ৪৯২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ