চট্টগ্রামের জেলেদের মুখে রূপালি ইলিশের হাসি

হাওর বার্তা ডেস্কঃ শ্রাবণের ভরা পূর্ণিমার কারণে গত কয়েকদিন ধরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। আর এগুলো আকারেও বড়। তাই রূপালি ইলিশের হাসি জেলেদের চোখে–মুখে।

আগামী এক সপ্তাহ ধরে এভাবে প্রচুর ইলিশ ধরা পরবে বলে আশা প্রকাশ করেছেন জেলেরা। সাগরে পর্যাপ্ত ইলিশ ধরা পড়ায় পাইকারি বাজারে ইলিশের দাম কমেছে আকার ভেদে মন প্রতি ৩ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত। জানালেন চট্টগ্রাম ফিশারিঘাটের জেলেরা।

জলিল মিয়া (৫৫) ট্রলার নিয়ে মাত্র ১০ দিন আগে সাগরে গিয়েছিলেন মাছ ধরতে। তিনি সাগরে মাছ ধরেন ২০ বছরেরও বেশি সময় ধরে।  ট্রলার ভর্তি ইলিশ মাছের মজুদ নিয়ে চট্টগ্রাম ফিশারি ঘাটে ফিরেছেন সঙ্গীদের নিয়ে । একইভাবে আরও অনেক জেলে মাছ ভর্তি ট্রলার নিয়ে  হাসিমুখে ঘাটে ফিরছেন ।

আশানুরূপ মাছ পাওয়া যাওয়ায় ট্রলার মালিক এবং জেলেদের মুখে হাসি ফুটেছে দীর্ঘদিন পর। অপরদিকে বাজারে পর্যাপ্ত ইলিশের সরবরাহ থাকায় ইলিশ মাছের দামও কমেছে। সাধারণ মানুষ এখন ইলিশের স্বাদ নেওয়ার সাহস করছেন।

চট্টগ্রাম ফিশারি ঘাটের মাছের আড়তদার শফিকুল আলম জানান, বাজারে এখন ইলিশের সরবরাহ প্রচুর। দামও কমেছে অনেক। গত তিন দিন ধরে বাজারে ইলিশের সরবরাহ বৃদ্ধি পাওয়ার কারণে মন প্রতি ইলিশের মূল্য ৩ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত কমে গেছে। ৩ দিন আগেও বড় সাইজের যে সব ইলিশের মণ ছিলো ২৮ হাজার টাকা, বুধবার একই সাইজের ইলিশ বিক্রি হচ্ছে মণ প্রতি ৬ হাজার টাকা কমে ২২ হাজার টাকায়। এছাড়া মাঝারি সাইজের ইলিশ মণপ্রতি ৫ হাজার কমে এখন বিক্রি হচ্ছে ১৭ হাজার টাকায়। অন্যদিকে ছোট সাইজের ইলিশের দাম কমেছে মণে ৩ হাজার টাকা। পূর্বে ১৫ হাজার টাকা মণের ইলিশ এখন বিক্রি হচ্ছে ১২ হাজার দরে। আগামী কয়েক দিনের মধ্যে এই দাম আরো কমতে পারে বলে জানান তিনি।

এদিকে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারেও ইলিশের মূল্য কমেছে উল্লেখযোগ্য হারে। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার, কাজির দেউড়ি, চকবাজার, বহদ্দারহাট কাঁচাবাজার, কর্ণফুলী মার্কেট, ষোলশহর কাঁচাবাজারসহ নগরীর খুচরা বাজারগুলোতে দেখা গেছে, ছোট সাইজের ইলিশ মাছের কেজি ৩০০ থেকে ৪০০ টাকার মধ্যে। মাঝারি সাইজের ইলিশ ৬০০/৭০০ টাকা। তবে সবচেয়ে বড় সাইজের ইলিশ মাছের কেজি এক হাজার টাকার উপরে রয়েছে। আগামী সপ্তাহের মধ্যে ইলিশের মূল্য আরও কমবে বলে ব্যবসায়ীরা মনে করছেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর