তীব্র গরমে অসুস্থ হয়ে মো. হানিফ মিয়া (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন।
বুধবার দুপুরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হানিফ মিয়া ঢামেক হাসপাতলের কর্মচারী ছিলেন। তার বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়ার পুরান গাউদ্দিয়া গ্রামে। বাবার নাম নুরুল হক। পরিবার নিয়ে রাজধানীর রায়েরবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।
সহকর্মী মো. সহিদ মিয়া জানান, হানিফ মিয়া হাসপাতালের পুরোনো ভবনের তৃতীয় তলায় (কেবিন ব্লকে) কর্মরত ছিলেন। রাতে ডিউটি শেষ করে বুধবার সকালের দিকে বাসায় যান। দুপুরের দিকে অতিরিক্ত গরমে হঠাৎ অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি অতিরিক্ত গরমের কারণে হানিফের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।