হাওর বার্তা ডেস্কঃ এ কেমন শত্রুতা। মানুষের সঙ্গে শত্রুতা হতে পারে। কিন্তু গাছের সঙ্গে! পূর্ব শত্রুতার বশে বাগানের সব পেয়ারা গাছ কেটে নিধন করা হয়েছে। আর ঘটনাটি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সড়াতৈল গ্রামে।
সোমবার জাহিদ হোসেনের পেয়ারা বাগানের সব গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
বাগানে ৫০টিরও বেশি কাজি পেয়ারার গাছ ছিল। জাহিদ হোসেন অভিযোগ করেন, গ্রামের কিছুসংখ্যক লোক তার পেয়ারা বাগানের ভিতর দিয়ে হাঁটাহাঁটি করত। তিনি তাদের হাঁটা বন্ধ করতে ক’দিন আগে তার বাগানে বেড়া দিয়ে দেন। বেড়া দেয়ার দুদিন পরেই এই ঘটনা ঘটলো। গাছগুলো কেটে ফেলায় অনেক বড় ক্ষতি হয়ে গেল বলে তিনি উল্লেখ করেন।
এ ব্যাপারে সোমবার সকালে উল্লাপাড়া থানায় জাহিদ একটি অভিযোগ দেয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক মহসিন আলী জানান, জাহিদ অভিযোগপত্রে কারোর নাম উল্লেখ করেননি। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।