হাওর বার্তা ডেস্কঃ শেরপুরে বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অপরাধে ধর্ষক তৈয়ব আলীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোসলেম উদ্দিন এ আদেশ দেন।
রায়ে ধর্ষণের শিকার ওই পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদানেরও নির্দেশ দেয়া হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌশলী গোলাম কিবরিয়া বুলু জানান, ২০১২ সালের ১ জুন জেলার নালিতাবাড়ী উপজেলার বনকূড়া গ্রামের দিনমজুরের নয় বছর বয়সী বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী কন্যা বাড়ির আঙ্গিনায় গরুকে পানি খাওয়াচ্ছিল। এসময় একই গ্রামের ইমান আলীর ছেলে তৈয়ব আলী রাশেদাকে আম দেয়ার কথা বলে ফুসলিয়ে পাশের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
পরে মেয়েটির বাবা ৩ জুন নালিতাবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলার প্রায় দেড় মাস পর ১৩ জুলাই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ১৭ জুলাই ওই ধর্ষকের বিরুদ্ধে চার্জ গঠন করে আদালতে প্রেরণ করা হয়। আসামি রায়ের আগ পর্যন্ত জামিনে মুক্ত ছিল। রায়ের দিন হাজির হলে তাকে এ রায় পড়ে শোনানো হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডাক্তারসহ আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত এ রায় দেয়।