হাওর বার্তা ডেস্কঃ বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসভবনে গতকাল বুধবার বৈঠক করেছেন কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। বি. চৌধুরী ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জেএসডি সভাপতি আসম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না ও গণফোরামের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের। রাত ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তারা নৈশভোজ ও বৈঠক করেন।
বৈঠকের বিষয়ে সুব্রত চৌধুরী জানান, বিএনপি ও আওয়ামী লীগের জোটের বাইরে আমরা নিজেরা এক হতে পারি কি না সে বিষয়ে আলোচনা হয়েছে। জিএম কাদেরের উপস্থিতির বিষয়ে তিনি বলেন, জিএম কাদের জাপার পক্ষ থেকে আসেননি। তিনি বি. চৌধুরীর পরিবারের ঘনিষ্ঠজন হিসাবে এসেছেন।