হাওর বার্তা ডেস্কঃ নাটোরের সিংড়া উপজেলায় যাত্রীবাহী বাস থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের প্রতিবাদে নাটোর-বগুড়া মহাসড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বাস মালিকরা।
বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের এই ধর্মঘট শুরু হয়েছে।
নাটোর বাস মালিক সমিতির অফিস সহকারী আসাদুজ্জামান টুটুল জানান, সিংড়া উপজেলায় অবৈধভাবে নাটোর জেলা মোটর মালিক সমিতির নামে নাটোর-সিংড়া-বগুড়া মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস থেকে চাঁদা আদায় করা হচ্ছে। এই চাঁদাবাজি বন্ধে দীর্ঘদিন ধরে নাটোরসহ দক্ষিণ ও উত্তর জেলার বাস মালিকরা দাবি জানিয়ে আসছে। কিন্তু চাঁদাবাজি বন্ধ না হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে নাটোর-বগুড়া সড়ক দিয়ে উত্তর ও দক্ষিণ জেলা এবং রাজশাহী-পাবনায় চলাচলকারী সকল যাত্রীবাহি বাস চলাচল বন্ধ করে দেয় মালিকরা।
এদিকে হঠাৎ ধর্মঘটের কারণে নাটোর হয়ে রংপুর-দিনাজপুর-বগুড়াসহ উত্তর ও বরিশাল-খুলনা-কুষ্টিয়াসহ দক্ষিণের জেলায় যাতায়াতকারী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। তাঁরা সকালে শহরের বাসস্ট্যান্ডে গেলেও সেখানে কোনো বাস ছাড়েনি। ফলে অনেককে ছোট ছোট যানবাহনে করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখা যায়।