ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ক্যান্সারের মতো দুদকের মামলাও মানুষকে তার পরিবারসহ শেষ করে দেয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭
  • ২৪৪ বার

 হাওর বার্তা ডেস্কঃ  সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে সতর্ক করলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কারো বিরুদ্ধে যাতে দুদকের মামলা না হয়। এই মামলা ক্যান্সারের মতো। ক্যান্সার যেমন একটা মানুষকে ও তার পরিবারকেও শেষ করে দেয়, দুদকের মামলাও মানুষকে তার পরিবারসহ শেষ করে দেয়। এজন্য আমরা চাই আপনারা সতর্ক হন। দুর্নীতি যাতে না হয়, মামলা যাতে না হয়। বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘দুর্নীতির অভিযোগের প্রকৃতি’ বিষয়ক মাঠ পর্যায়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, ‘আমি চেষ্টা করছি মামলা হালকা করতে। কিন্তু তারা (কর্মকর্তা) তো আরও দুর্নীতি বাড়িয়ে দেয়। ফলে হালকা করা যায় না। আবার দুদকের বিরুদ্ধেও অভিযোগ আসে। আমরা গত এক বছরে ১২ জন কর্মকর্তাকে আমাদের বিভাগ থেকে অন্য বিভাগে পাঠিয়ে দিয়েছি। তাদের বলেছি তোমাদের দরকার নেই আমাদের। এছাড়া ১৫ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা চলছে।’

তিনি বলেন, ‘দুদক কোনো ভীতিকর সংস্থা না। যেখানে যাই সেখানে একটা ভয় ভয় ভাব। সবখানে আড়ষ্ট ভাব। এমন কেনো হবে। আপনারা আপনাদের কাজ করবেন। জনসেবা করতে গিয়ে যদি ভুল করেন, তা যদি উদ্দেশ্যেমূলক কিংবা ইচ্ছেকৃত না হয় তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার বিরুদ্ধে মামলা হবে না। কিন্তু ছোট অপরাধ থেকে বড় অপরাধে যাওয়া যাবে না।’

ইকবাল মাহমুদ বলেন, দুদকের বিভিন্ন অনুসন্ধানী টিম সরকারি অফিসে কাজ করছে। এ ব্যাপারে তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার রুহুল আমীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক ড. শামসুল আরেফিন, চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান, চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ক্যান্সারের মতো দুদকের মামলাও মানুষকে তার পরিবারসহ শেষ করে দেয়

আপডেট টাইম : ০৭:১৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭

 হাওর বার্তা ডেস্কঃ  সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে সতর্ক করলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কারো বিরুদ্ধে যাতে দুদকের মামলা না হয়। এই মামলা ক্যান্সারের মতো। ক্যান্সার যেমন একটা মানুষকে ও তার পরিবারকেও শেষ করে দেয়, দুদকের মামলাও মানুষকে তার পরিবারসহ শেষ করে দেয়। এজন্য আমরা চাই আপনারা সতর্ক হন। দুর্নীতি যাতে না হয়, মামলা যাতে না হয়। বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘দুর্নীতির অভিযোগের প্রকৃতি’ বিষয়ক মাঠ পর্যায়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, ‘আমি চেষ্টা করছি মামলা হালকা করতে। কিন্তু তারা (কর্মকর্তা) তো আরও দুর্নীতি বাড়িয়ে দেয়। ফলে হালকা করা যায় না। আবার দুদকের বিরুদ্ধেও অভিযোগ আসে। আমরা গত এক বছরে ১২ জন কর্মকর্তাকে আমাদের বিভাগ থেকে অন্য বিভাগে পাঠিয়ে দিয়েছি। তাদের বলেছি তোমাদের দরকার নেই আমাদের। এছাড়া ১৫ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা চলছে।’

তিনি বলেন, ‘দুদক কোনো ভীতিকর সংস্থা না। যেখানে যাই সেখানে একটা ভয় ভয় ভাব। সবখানে আড়ষ্ট ভাব। এমন কেনো হবে। আপনারা আপনাদের কাজ করবেন। জনসেবা করতে গিয়ে যদি ভুল করেন, তা যদি উদ্দেশ্যেমূলক কিংবা ইচ্ছেকৃত না হয় তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার বিরুদ্ধে মামলা হবে না। কিন্তু ছোট অপরাধ থেকে বড় অপরাধে যাওয়া যাবে না।’

ইকবাল মাহমুদ বলেন, দুদকের বিভিন্ন অনুসন্ধানী টিম সরকারি অফিসে কাজ করছে। এ ব্যাপারে তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার রুহুল আমীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক ড. শামসুল আরেফিন, চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান, চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার প্রমুখ।