ঢাকা ০১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মেট্রোরেল : নির্ধারিত সময়ে যাত্রী চলাচল শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩২:১৫ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭
  • ২০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব বড় বড় প্রকল্প হাতে নিয়েছে তার মধ্যে মেট্রোরেল অন্যতম। এটি আমাদের স্বপ্নের প্রকল্প, যা বাস্তবায়ন হতে চলেছে। নির্ধারিত সময়েই এত যাত্রী চলাচল শুরু হবে।

বুধবার আগারগাঁও পয়েন্টে মেট্রোরেলের ট্র্যাক ও এলিভেটেড স্টেশন নির্মাণের কাজের উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘রাজধানীতে মেট্রোরেল নির্মাণ কাজ আরেক ধাপ এগিয়ে গেল। যে লাইনের ওপর দিয়ে ট্রেন চলবে, সেটির পাশাপাশি উদ্বোধন করা হয়েছে স্টেশনের নির্মাণকাজও। হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় এই প্রকল্পটি আট মাস পেছালেও নির্ধারিত সময়ে এর নির্মাণকাজ শেষ হবে।’

তিনি বলেন, ‘প্রায় ২২ হাজার কোটি টাকার এ প্রকল্পে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ১৬ হাজার ৬০০ কোটি টাকা সহায়তা দিচ্ছে। বাকি প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হচ্ছে।’

অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, ‘আটটি প্যাকেজে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ইতোমধ্যে সকল প্যাকেজের দরপত্র আহ্বানের কাজ শেষ হয়েছে। দুটি প্যাকেজের আওতায় প্রায় ৪ হাজার ২৩০ কোটি টাকা ব্যয়ে ১২ কিলোমিটার উড়ালপথ ও নয়টি স্টেশন নির্মিত হতে যাচ্ছে।’

উল্লেখ্য, প্রথম পর্যায়ে ১২ কিলোমিটার উড়ালপথ এবং উত্তরা-উত্তর, উত্তরা-সেন্টার, উত্তরা-দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া এবং আগারগাঁও স্টেশন নির্মাণ করা হবে। আগামী ২০১৯ সালের মধ্যে উত্তরা হতে আগারগাঁও পর্যন্ত প্রথম পর্যায় এবং ২০২০ সালের মধ্যে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে কাজ শেষ হবে।

অনুষ্ঠানে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ-ডিটিসিএর নির্বাহী পরিচালক সৈয়দ আহম্মেদ, মেট্রোরেল প্রকল্পের পরিচালক আফতাব উদ্দিন খানসহ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মেট্রোরেল : নির্ধারিত সময়ে যাত্রী চলাচল শুরু

আপডেট টাইম : ০৫:৩২:১৫ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব বড় বড় প্রকল্প হাতে নিয়েছে তার মধ্যে মেট্রোরেল অন্যতম। এটি আমাদের স্বপ্নের প্রকল্প, যা বাস্তবায়ন হতে চলেছে। নির্ধারিত সময়েই এত যাত্রী চলাচল শুরু হবে।

বুধবার আগারগাঁও পয়েন্টে মেট্রোরেলের ট্র্যাক ও এলিভেটেড স্টেশন নির্মাণের কাজের উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘রাজধানীতে মেট্রোরেল নির্মাণ কাজ আরেক ধাপ এগিয়ে গেল। যে লাইনের ওপর দিয়ে ট্রেন চলবে, সেটির পাশাপাশি উদ্বোধন করা হয়েছে স্টেশনের নির্মাণকাজও। হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় এই প্রকল্পটি আট মাস পেছালেও নির্ধারিত সময়ে এর নির্মাণকাজ শেষ হবে।’

তিনি বলেন, ‘প্রায় ২২ হাজার কোটি টাকার এ প্রকল্পে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ১৬ হাজার ৬০০ কোটি টাকা সহায়তা দিচ্ছে। বাকি প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হচ্ছে।’

অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, ‘আটটি প্যাকেজে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ইতোমধ্যে সকল প্যাকেজের দরপত্র আহ্বানের কাজ শেষ হয়েছে। দুটি প্যাকেজের আওতায় প্রায় ৪ হাজার ২৩০ কোটি টাকা ব্যয়ে ১২ কিলোমিটার উড়ালপথ ও নয়টি স্টেশন নির্মিত হতে যাচ্ছে।’

উল্লেখ্য, প্রথম পর্যায়ে ১২ কিলোমিটার উড়ালপথ এবং উত্তরা-উত্তর, উত্তরা-সেন্টার, উত্তরা-দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া এবং আগারগাঁও স্টেশন নির্মাণ করা হবে। আগামী ২০১৯ সালের মধ্যে উত্তরা হতে আগারগাঁও পর্যন্ত প্রথম পর্যায় এবং ২০২০ সালের মধ্যে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে কাজ শেষ হবে।

অনুষ্ঠানে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ-ডিটিসিএর নির্বাহী পরিচালক সৈয়দ আহম্মেদ, মেট্রোরেল প্রকল্পের পরিচালক আফতাব উদ্দিন খানসহ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।