হাওর বার্তা ডেস্কঃ কবি ও কলামিস্ট ফরহাদ মজহারকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত।
আজ বুধবার সকালে ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম এই দিন ধার্য করেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৩ জুলাই ভোরে শ্যামলীর বাসা থেকে বের হন ফরহাদ মজহার। এর পরই স্বজনরা পুলিশকে তার অপহৃত হওয়ার তথ্য দেন। এ ঘটনায় আদাবর থানায় মামলা করেন ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতার। ওইদিন মধ্যরাতে যশোরের অভয়নগরে ঢাকাগামী একটি বাস থেকে র্যাসব তাকে উদ্ধার করে। এর আগে মোবাইল ফোন ট্র্যাকিং করে খুলনায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরের দিন তাকে ঢাকায় ফিরিয়ে আনলে আদালতে জবানবন্দি দিয়ে তিনি নিজে অপহৃত হওয়ার দাবি করেন।
এরপর পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক জানান, ‘তদন্তে ফরহাদ মজহারের অপহরণ হওয়ার তথ্য পাওয়া যায়নি। তিনি স্বেচ্ছায় বাসা থেকে বের হয়েছিলেন।’
অবশ্য ‘অপহরণের’ ঘটনা নিয়ে বাংলাদেশের কোনো গণমাধ্যমের কাছে মুখ খোলেননি ফরহাদ মজহার। বিদেশি একটি গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘সব সত্য খুলে বলব।’ কিন্তু ঘটনার এক মাস পার হলেও ফরহাদ মজহার গণমাধ্যমকে এড়িয়ে চলছেন। ফলে পুরো ঘটনা নিয়ে অনেকের মধ্যে এখনও নানা প্রশ্ন রয়েছে।