ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

এখন নাটকেই বেশি সময় দিচ্ছি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭
  • ২৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ  নৃত্য দিয়ে শুরু। উপস্থাপনাও করেছেন। আলো ছড়িয়েছেন মিউজিক্যাল ফিল্মে অভিনয় করে। অভিনয়ের উঠোনে এখন নিয়মিত তিনি।-বলছি মডেল অভিনেত্রী রাহা তানহা খানের কথা। তার আগ্রহের জায়গা সিনেমা। তবে বর্তমানে নাটকের কাজেই ব্যস্ত সময় কাটাচ্ছেন। পার্থ প্রতীক, ইমরাউল রাফাতের পরিচালনায় ঈদ ধারাবাহিকসহ বেশ কয়েকটি ঈদের নাটকে তাকে দেখা যাবে। গতকাল গাজীপুরে ইমরাউল রাফাতের ধারবাহিকের কাজ করেছেন রাহা তানহা খান। ঈদের আগে আসলে কেউ সুখী নয় ও ঈদের পর প্রিন্স এআরের পরিচালনায় অভয় দ্য সাইক্লোন নামে সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। রাহা বলেন, ‘ঈদের বেশি বাকি নেই। তাই এখন নাটকেই বেশি সময় দিচ্ছি। আশা করছি এই ঈদের বেশ কয়েকটি নাটকে আমাকে দেখা যাবে।’ নাটকে কাজের পাশাপাশি সম্প্রতি অমিতাভ রেজার পরিচালনায় একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন তিনি। এটি প্রচারের অপেক্ষায় রয়েছে। ক্যারিয়ার শুরু দিক প্রসঙ্গে রাহা বলেন, ‘অন্যদের চেয়ে শোবিজে কাজ করা আমার জন্য একটু কঠিন ছিল। কারণ, মা চাইতেন না আমি এই অঙ্গনের সঙ্গে যুক্ত হই। কিন্তু আমার বড় ভাই বাদশা, বাফা (বুলবুল ললিতকলা একাডেমি) থেকে নৃত্য শিখেছেন। বাসায় তিনি আমাকে নৃত্য শেখাতেন। মূলত ওখান থেকেই শোবিজে কাজ করার প্রতি আগ্রহী হয়ে উঠি।’ ২০১৫ সালে আগস্টে ওয়ার্ল্ড ডান্স পারফরম্যান্সে বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্য হয়ে স্পেন, ইতালি ও বেলজিয়ামে নৃত্য পরিবেশন করেন তিনি। ‘এ রকম একটি বিশ্বমানের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারা সত্যিই অনেক ভাগ্যের ব্যাপার। সবচেয়ে ভালো লাগার বিষয় হল দেশের হয়ে বিদেশের মাটিতে পারফর্ম করার সুযোগ পেয়েছিলাম’-বললেন রাহা তানহা খান। ওয়ার্ল্ড ডান্স পারফরম্যান্সে অংশ নেওয়ার আগেই মুরাদ পারভেজের কনভিশন নাটকে প্রথম অভিনয় করেন। পাগলা বাড়ি, ত্রিভুজ প্রেম, আই লাভ ইউ এবং চান্দু মিয়ার ঢাকা সফর তার উল্লেখযোগ্য নাটক। নাটকের পাশাপাশি মোহনা টেলিভিশনের শিশুদের একটি অনুষ্ঠান, এটিএন বাংলায় নূপুরের ছন্দে বাংলাদেশ টেলিভিশনে নৃত্যানুষ্ঠান ঝঙ্কারে উপস্থাপনা করে সুনাম কুড়িয়েছেন তিনি। রাহা আরও বলেন, ‘ক্যারিয়ারের শুরুতে আশিকুর রহমানের মিউজিক্যাল ফিল্ম সারাংশ তুমিতে অভিনয় আমার ক্যারিয়ারে অন্যতম সেরা কাজ। এর গল্প লিখেছিলেন মাজহারুল আনোয়ার। গানে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিত্, শুভমিতা, সামিনা চৌধুরী ও ন্যানসি। আর আমার সঙ্গে অভিনয় করেছেন অন্তু করিম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

এখন নাটকেই বেশি সময় দিচ্ছি

আপডেট টাইম : ০৩:৪৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ  নৃত্য দিয়ে শুরু। উপস্থাপনাও করেছেন। আলো ছড়িয়েছেন মিউজিক্যাল ফিল্মে অভিনয় করে। অভিনয়ের উঠোনে এখন নিয়মিত তিনি।-বলছি মডেল অভিনেত্রী রাহা তানহা খানের কথা। তার আগ্রহের জায়গা সিনেমা। তবে বর্তমানে নাটকের কাজেই ব্যস্ত সময় কাটাচ্ছেন। পার্থ প্রতীক, ইমরাউল রাফাতের পরিচালনায় ঈদ ধারাবাহিকসহ বেশ কয়েকটি ঈদের নাটকে তাকে দেখা যাবে। গতকাল গাজীপুরে ইমরাউল রাফাতের ধারবাহিকের কাজ করেছেন রাহা তানহা খান। ঈদের আগে আসলে কেউ সুখী নয় ও ঈদের পর প্রিন্স এআরের পরিচালনায় অভয় দ্য সাইক্লোন নামে সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। রাহা বলেন, ‘ঈদের বেশি বাকি নেই। তাই এখন নাটকেই বেশি সময় দিচ্ছি। আশা করছি এই ঈদের বেশ কয়েকটি নাটকে আমাকে দেখা যাবে।’ নাটকে কাজের পাশাপাশি সম্প্রতি অমিতাভ রেজার পরিচালনায় একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন তিনি। এটি প্রচারের অপেক্ষায় রয়েছে। ক্যারিয়ার শুরু দিক প্রসঙ্গে রাহা বলেন, ‘অন্যদের চেয়ে শোবিজে কাজ করা আমার জন্য একটু কঠিন ছিল। কারণ, মা চাইতেন না আমি এই অঙ্গনের সঙ্গে যুক্ত হই। কিন্তু আমার বড় ভাই বাদশা, বাফা (বুলবুল ললিতকলা একাডেমি) থেকে নৃত্য শিখেছেন। বাসায় তিনি আমাকে নৃত্য শেখাতেন। মূলত ওখান থেকেই শোবিজে কাজ করার প্রতি আগ্রহী হয়ে উঠি।’ ২০১৫ সালে আগস্টে ওয়ার্ল্ড ডান্স পারফরম্যান্সে বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্য হয়ে স্পেন, ইতালি ও বেলজিয়ামে নৃত্য পরিবেশন করেন তিনি। ‘এ রকম একটি বিশ্বমানের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারা সত্যিই অনেক ভাগ্যের ব্যাপার। সবচেয়ে ভালো লাগার বিষয় হল দেশের হয়ে বিদেশের মাটিতে পারফর্ম করার সুযোগ পেয়েছিলাম’-বললেন রাহা তানহা খান। ওয়ার্ল্ড ডান্স পারফরম্যান্সে অংশ নেওয়ার আগেই মুরাদ পারভেজের কনভিশন নাটকে প্রথম অভিনয় করেন। পাগলা বাড়ি, ত্রিভুজ প্রেম, আই লাভ ইউ এবং চান্দু মিয়ার ঢাকা সফর তার উল্লেখযোগ্য নাটক। নাটকের পাশাপাশি মোহনা টেলিভিশনের শিশুদের একটি অনুষ্ঠান, এটিএন বাংলায় নূপুরের ছন্দে বাংলাদেশ টেলিভিশনে নৃত্যানুষ্ঠান ঝঙ্কারে উপস্থাপনা করে সুনাম কুড়িয়েছেন তিনি। রাহা আরও বলেন, ‘ক্যারিয়ারের শুরুতে আশিকুর রহমানের মিউজিক্যাল ফিল্ম সারাংশ তুমিতে অভিনয় আমার ক্যারিয়ারে অন্যতম সেরা কাজ। এর গল্প লিখেছিলেন মাজহারুল আনোয়ার। গানে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিত্, শুভমিতা, সামিনা চৌধুরী ও ন্যানসি। আর আমার সঙ্গে অভিনয় করেছেন অন্তু করিম।